আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুর বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ৩০০ যাত্রীর দুর্ভোগ

১৮  দলীয় জোটের হঠাৎ ৭২ ঘন্টার অবরোধ কর্মসুচির কারনে লক্ষ্মীপুর বাস টার্মিনাল ও  লঞ্চ ঘাটে প্রায় ৩০০ যাত্রী আটকা পড়ে চরম দূর্ভোগ পোহাচ্ছেন এখন। বিভিন্নমুখি যাত্রী সাধারন, শিক্ষার্থী ও রোগীরা বর্তমানে দূর্বিষহ জীবন কাটাচ্ছেন।

লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল ও সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট ঘুরে দেখা যায়, শত শত লোকের চোখে মুখে কান্নাভাব বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ১৮ দলের হঠাৎ  অবরোধ কর্মসুচি ঘোষনা করায় দেশব্যাপী গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ শুরু করে অবরোধ সমর্থকরা। এতে সকল গাড়ী নিরাপদ স্থানে সরিয়ে নেয় চালকরা।

এসময় গাড়ীতে থাকা চট্রগ্রাম-ঢাকা ও ভোলা -বরিশালমুখি বিভিন্ন স্থান থেকে আসা যাত্রী সাধারণ আটকা পড়েন। পৌর বাস টার্মিনাল ও সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চ  ঘাটে এমন আটকা পড়া লোকজনের সংখ্যা হবে কমপক্ষে ৩০০ জন। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার্থী , রোগী, কর্মজীবী মানুষ, পন্যবাহী ট্রাক চালকও।

কেউ কেউ আবার স্বজন হারানোর সংবাদ পেয়েও মাঝ পথে আটকা রয়েছেন বলে জানান। ভুক্তভোগী এসব সাধারন মানুষ তাদের খাওয়া ধাওয়া সহ নানান সমস্যার কথা জানিয়ে অবরোধ পরিহার করে দুই নেত্রীর সংলাপের মাধ্যমে দেশ বাঁচানোর আহবান জানান।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান হোসেন বলেন আমি ও আমার এলাকার টার্মিনাল সংলগ্ন আশে পাশের মানুষ আটকা পড়া লোকদের খাওয়া ধাওয়ার ব্যবস্থা করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.