আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুর ও বরুড়ার স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে দুইটি স্থগিত কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া চারটি কেন্দ্রেও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গত ২৩ মার্চ বরুড়ার দুই কেন্দ্র থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ব্যালট পেপার ও ব‍াক্স ছিনতাই করায় ভোটারদের দাবির প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র দুইটি হল পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই দুই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৩৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬০৪ ও মহিলা ভোটার ২ হাজার ৭৭১ জন।

ভাইস চেয়াম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন জাতীয় পার্টি সমর্থিত মো. কামাল হোসেনের  (টিউবওয়েল) তার প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৩০১, বিএনপি সমর্থিত সৈয়দ জহিরুল হকের (তালা) প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৮৯৭, জামায়াত সমর্থিত আবুল বাশারের (বই) প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬৩৩ এবং আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমানের (চশমা) প্রাপ্ত ভোট ৬৫০।

অন্যদিকে গত ৩১ মার্চ নির্বাচনের দিন ভোট চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের কারণে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মান্দারী ফাতেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

স্থগিত এ চার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩৩১ জন। প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে ভোটার সংখ্যা বেশি হওয়ায় এ কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে।

৩১ মার্চ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন (চশমা) ২০১ ভোটে এগিয়ে ছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হাফিজ উল্যা (মাইক)।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.