আমাদের কথা খুঁজে নিন

   

সহিংস রাজনৈতিক কর্মসূচি বন্ধ চায় ব্যবসায়ীরা

তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এফবিসিসিআইসহ ১০টি প্রধান প্রধান বাণিজ্যিক সংগঠনের নেতারা এক বৈঠক করে দুই প্রধান দলের প্রতি এ দাবি জানায়। রোববার দুপুরে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সংগঠনের কারওয়ান বাজার কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করে।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন, প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. জসিমউদ্দিন, বিকেএমইএর সহ-সভাপতি মো. হাতেম এবং তৈরি পোশাক খাতের এক্সোসরিজ, ওয়াশিং, ডাইং, কভার্ড ভ্যানসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনটির সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ারুল আলম পারভেজ, আব্দুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, রিয়াজ বিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, “তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার।

বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এই শিল্প। আর এখন এই শিল্পের ভালো ভালো কারখানায় আগুন ধরানো হচ্ছে। এটা ষড়যন্ত্র। আমরা কোনভাবেই এটা হতে দেব না। ”

এফবিসিসিআই সভাপতি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে করেন।

এখন যা হচ্ছে তা রাজনীতি না। আমরা নিরাপত্তা চাই। কাজ করার অধিকার চাই। ”
আতিকুল ইসলাম বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সবাইকে ডেকেছি। আমরা বিশ্লেষণ করে দেখেছি যা কিছু হচ্ছে তাতে দেশের শিল্প-বাণিজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অথচ আমরা কোন রাজনৈতিক দলের লোক নই। আমাদের আইডেনটিটি আমরা ব্যবসায়ী। আমরা রাজনীতির বলি হতে চাই না।
“আজকে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি এই পরিবারের দাবি রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমরা নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে চাই।

সাপ্লাই-চেন ঠিক রাখতে চাই। আমরা নিরাপত্তা চাই। ”
বিজিএমইএ সভাপতি বলেন, “আমরা আরো কিছু দাবি করছি। এরমধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা সচল করার জন্য যা যা করা দরকার সরকারকে তার সবকিছু করতে হবে। ব্যাংক, বীমা কোম্পানিসহ অন্যান্য সংস্থাকে সহায়তা করার জন্য এফবিসিসিআই উদ্যোগ নিবে।

একইসাথে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় আগুন লাগানোর পেছনে যারা জড়িত তাদেরকে আগামী সাত দিনের মধ্যে আইনের আওতায় এনে জাতির সামনে হাজির করতে হবে। ”

এদিকে পোশাক শিল্পের বর্তমান সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে সোমবার বিকালে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর এক জরুরী সাধারণ সভা ডাকা হয়েছে।
বিজিএমইএর নুরুল কাদের অডিটোরিয়ামে তিন সংগঠনের সাধারণ সভা এক সঙ্গে অনুষ্ঠিত হবে। সভায় সব সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আতিকুল ইসলাম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.