আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনায় সেনাবাহিনী জড়িত : ইইউ



পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনায় সেনাবাহিনী জড়িত বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র এ অভিযোগ দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইইউ’র পররাষ্ট্র এবং নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ক্যাথারিন অইনের পক্ষে তার মুখপাত্র ব্রাসেলসে এক বিবৃতিতে এই অভিযোগ করে অবিলম্বে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি দেয়া বিবৃতিতে বলা হয়, ১৯ এবং ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সহিংস ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা রিপোর্ট পেয়েছি, রাঙামাটি জেলায় সহিংস ঘটনায় পাহাড়ি সম্প্রদায়ের অনেক সদস্য নিহত হয়েছে।

৪শ’ পাহাড়ি পরিবারের ঘরবাড়ি এবং সম্পদ জ্বালিয়ে দেয়া হয়েছে। এলাকাছাড়া হয়েছে সমসংখ্যক পরিবার। বিবৃতিতে বলা হয়, এ সহিংস ঘটনায় সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর নিয়োগ করা ব্যক্তিরা জড়িত থাকার অভিযোগের ব্যাপারে আমরা পুরোপুরি অবহিত আছি। এ সহিংস ঘটনায় সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ দ্রুত ও স্বাধীনভাবে তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশ সরকারকে এটা নিশ্চিত করতে হবে, এ লজ্জাজনক ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে।

সব নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা বাংলাদেশ সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো সহনশীল সমাজে এ ধরনের ঘটনার স্থান হতে পারে না। পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা এবং বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে এ ঘটনা নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিবৃতিতে উল্লেখ করে অবিলম্বে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়। এদিকে ইইউ’র এই বিবৃতির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনার ব্যাপারে ইইউ যে বিবৃতি দিয়েছে তা দুর্ভাগ্যজনক। এর সপক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই।

ইইউ’র পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমি কমিশনকে সক্রিয় করা হয়েছে। অনেক সেনাক্যাম্প এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সহিংস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য করছে সরকার। পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ইইউ যে ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছে তা শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.