আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্থির এক রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হচ্ছে না।
“পরিস্থিতি এরকম থাকলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো করতে পারবে না। সেটারও প্রভাব পড়বে বাজারে। ”
বিরোধী দলের অবরোধের মধ্যে সপ্তাহের প্রথম দিনে সূচক এবং লেনদেন দুটোই কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে চার হাজার ১৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন প্রায় ৩৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।
শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ১৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১০৯ পয়েন্টে।
শনিবার ডিএসইতে লেনদেন হওয়া ৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৭১ পয়েন্ট হয়েছে।


আগের চার সপ্তাহে ধারাবাহিকভাবে সূচক বাড়লেও এ গতসপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতসপ্তাহের শেষে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ।
গত সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।
তবে তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.