আমাদের কথা খুঁজে নিন

   

তালেবানী বুলেট তোমাকে স্পর্শ করেনি বলে

[img|http://ciu.somewherein.net/ciu/image/82067/small/?token_id=56571546a63fe64376c5e7a002d84a96 ফেলানী, তুমি ভুল ভূখণ্ডে জন্মেছিলে নয়তো বিধাতার পক্ষপাতে জন্মেছিলে অপাংক্তেয় অভাবী ঘরে । ফেলানী, তুমিতো ধর্ষক-খুণির দেশের মালালা নও, তালেবানী বুলেট তোমাকে স্পর্শ করেনি বলে কাঁটাতারে ঝুলে থাকার তৃতীয় দিনে একদা বীরপ্রসূ জাতি তোমাকে নিয়ে রচেনি কোন মহাকাব্য । ফেলানী, অবসরে যাওয়া কেরানীর মত অনায়াস কষ্ট সয়ে কেটে গেল কাঁটাতারে-বাঁশে ঝোলা নিথর দেহের নীল বর্ষপূর্তি। ফেলানী, কেবল তোমার অভাগী মা একা,কেবলই একা তাঁর বেদনার সমুদ্র থেকে ফেলেছেন নোনা জল, বিশ্বাস কর ফেলানী কেবল তালেবানী বুলেট তোমাকে স্পর্শ করেনি বলে তোমার জন্মদাত্রী মা সারাদিন কেবলই একা ছিলেন সাথে ছিল রক্তটগর,আর কেউ না। -------- Sa.Nannu 08.01.2013  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.