আমাদের কথা খুঁজে নিন

   

পরবর্তী তালেবানী রাষ্ট্র কি বাংলাদেশ ?



মার্কিন আব্বাগো খুশি করতে গিয়া এবার কি আমার নিজেদের বাংলাদেশকে তালেবানদের লক্ষবস্তুতে পরিনত করছি, আফগানিস্তানে যদি বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো হয় তাহলে বাংলাদেশের প্রতি তালেবানদের কালোথাবা নিশ্চিত আর বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ আশা করি এখানে তাদের আস্তানা গাড়তে খুব বেশি কষ্ট হবে না, আশা করি সরকার এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবার আগে পাকিস্তান এর পরিণতিটা একটু ভেবে নেবেন, নাকি আমাদের সরকারের পাকিস্তান প্রেম উতলাইয়া উঠতেসে যে বাংলাদেশ কে তালেবানদের লক্ষবস্তু বানিয়ে তালেবানি রাষ্ট্র কায়েম করতে চাই . তালেবানরা এরমধ্যে বাংলাদেশ কে হুমকি দিয়া শুরু করেছে আফগানিস্তানে সৈন্য না পাঠাতে বাংলাদেশকে তালেবান বাহিনী হুঁশিয়ার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া মঙ্গলবার তাদের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশ করে । এর সূত্র উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা এএফপি। সংঘাতময় আফগানিস্তানে সৈন্য মোতায়েন করতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ অনুরোধ জানান আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক।

বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধ বাংলাদেশ বিবেচনা করছে বলে রোববার জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের মনিটারিং সার্ভিস 'এসআইটিই' জানায়, সোমবার আফগান তালেবান তাদের ওয়েবসাইট ও জিহাদিস্ট ফোরামে আরবি ও পশতু ভাষায় দেওয়া এক বার্তায় আফগান যুদ্ধে সেনা পাঠাতে ওয়াশিংটনের অনুরোধ নাকচ করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, "আফগানিস্তানে মাত্র কয়েক শ' সেনা পাঠিয়ে আফগান জনগণ ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের মানুষকে জড়িত না করার মতো যথেষ্ট ইসলামিক জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের নেতার রয়েছে বলে আমরা বিশ্বাস করি। " "বাংলাদেশের নেতৃত্ব এরকম একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নেবে না এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও একটি প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে তাদের নেতাদের সমর্থন করবে না", বলা হয় ওই বার্তায়।

সরকারকে অনরোধ মার্কিন আব্বাদের খুশি করতে গিয়া দেশকে মৃত্যুপুরীর দিকে ঠেলে দিবেন না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।