আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় রেল লাইনে নাশকতা, ২০ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লায় রেল লাইনে নাশকতায় ট্রেন লাইনচ্যুতের প্রায় ২০ ঘন্টা পর আজ বিকেল ৪টায় চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গতকাল রাত সাড়ে ৭টায় কুমিল্লার বুড়িচংয়ে রেল লাইনের ফিশপে্লট তুলে ফেলায় ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত ১০টায় আখাউড়া ও লাকসাম জংশন থেকে দু'টি উদ্ধরকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। এ ঘটনায় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনের নিকট দুর্বৃতরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেললে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়।

এতে ট্রেন চালকসহ শতাধিক যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, বুড়িচং-বি-পাড়া আসনের সংসদ সদস্য অ্যডভোকেট আব্দুল মতিন খসরু, কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রেলের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লার লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন রেল মন্ত্রী।

রেলমন্ত্রী এ দুর্ঘটনাকে একটি পরিকল্পিত ও নাশকতামূলক কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, জামায়াত শিবির ও বিএনপি এ ঘটনা ঘটিয়েছে।

লাইন মেরামত শেষে আজ বিকেল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো: মিয়া জাহান।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.