আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের 3G বাঁশ ।



দেশের চলমান অস্থিরতার মাঝেও আমার মাথাও কিছুটা স্থির । কিন্তু মোবাইল কোম্পানি এয়ারটেল আমার মাথাও অস্থির করে দিল । এয়ারটেল 3G থেকে আমাকে ১১০ মেগাবাইট ফ্রি দেওয়া হয়েছিল । আমি তো মহাখুশি । গরীবের ইন্টারনেট বলে কথা ।

আমি টেলিটকে ইন্টারনেট চালাই । যেহেতু এয়ারটেলে ফ্রি দিছে তাই এয়ারটেল ডুকাইলাম । কিন্তু এয়ারটেলের বিঙ্গাপন আর চাপাবাজি আমাদের এলাকায় পৌছালেও 3G টা এখনো পৌছায়নি । কি আর করা !!! বাঙ্গালি ফ্রি পাইলে আলকাতলাও খায় । আমিও ফ্রি পাইয়া ,ধৈর্য্যের পরীক্ষা দিয়া এয়ারটেল 2G তেই নেট চালান শুরু করলাম ।

কিন্তু কিছুক্ষন পরেই নেট ডিসকানেক্ট ,মোবাইলে ব্যালেন্স শূন্য টাকা । পরে শুনলাম ঐ ফ্রি নেট শুধু 3G তেই কাটবে । তারপর আর কি করা !মোবাইলে টাকা ডুকান লাগব । পকেটে দেখি ২ টাকা । মায়ের কাছ থিকা ১০ টাকা নিয়া দোকানে গেলাম ।

২৫ টাকার কম রিচার্জে ১ টাকা বেশি দেওয়া লাগবে ,তাই ১১ টাকা ডুকাইলাম । তারপর ভাবলাম কাউকে কল দিয়া বাঁশ খাওয়ার কথাটা জানাই । কলরেট ২৯ পয়সা প্রতি মিনিট । ৬ মিনিটে কাটার কথা ২ কথা । অথচ কাটল ৫ টাকার কাছাকাছি ।

পরে জানলাম ১১ টাকা রিচার্জে প্যাকেজ পরিবর্তন হয়ে যায় । দুইবার অফিসে কল দিতেও গেছে ৫ টাকার মত । বাঁশের উপর বাঁশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.