আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন রাজনীতি

নিরব যোদ্ধা।

১৯৯১- সর্বদলীয় সরকার গঠন – শান্তিপূর্ণ নির্বাচন। ১৯৯৬- ১ম দফা- তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে এককভাবে বি,এন,পি র নির্বাচন- আন্দোলন সরকার পতন। ১৯৯৬- ২য় দফা- সরকার পতন এর পর বি,এন,পি নির-দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে– শান্তিপূর্ণ নির্বাচন। ২০০১- আওয়ামিলীগ নির-দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে– শান্তিপূর্ণ নির্বাচন।

২০০৬- ১ম দফা- বি,এন,পি দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে- তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। ২০০৬-২০০৮- ২য় দফা- আমরা যারা আওয়ামিলীগ, বি,এন,পি চিনি তাদের সবারই জানা কি হয়ে ছিল এই সময়। ২০১৩- আওয়ামিলীগ সর্বদলীয় সরকার গঠন করে- গ্রহন যোগ্যতা নিয়ে প্রশ্ন। ***কোন বারেই সহজে ক্ষমতা ছাড়তে চায় নাই বি,এন,পি, আন্দোলন তারপর পতন। *** ***আওয়ামিলীগ ২০০১ এ বেলতলায় একবার গেছে, আবার যেতে চায় না।

*** ***সব সময় ক্ষমতায় থাকার লোভ বি,এন,পি র সহজে ক্ষমতা ছাড়তে চায়না*** ***আওয়ামিলীগ রাজপথে আন্দোলন করে পতন ঘটায় সরকার এর। (ক্ষতি হয় কম মানুষ আগুনে পুড়ে মরে না)*** ***বি,এন,পি চোরাগুপ্তা আন্দোলন করে (ক্ষতি হয়, মানুষ আগুনে পুড়ে মরে)*** ***বি,এন,পি সার্থক- আওয়ামিলীগকে ক্ষমতায় থাকার সিস্টেম শিক্ষা দিতে পারছে*** ***আওয়ামিলীগ ব্যর্থ- বি,এন,পি কে রাজপথের আন্দোলন এর শিক্ষা দিতে পারে নাই*** ***আওয়ামিলীগ বুঝিনা, বি,এন,পি বুঝিনা যার খুশি ক্ষমতায় যাও। আমাদের শান্তি দাও***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।