আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার "ঘুড্ডির পাইলট" এর সাথে আমার এক সন্ধ্যা।

যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই.............

আজ সেলিব্রেটি ব্লগার ঘুড্ডির পাইলট ভাই এর জন্মদিন ছিলো। ঐদিকে একটা কাজ থাকাতে ভাইরে ফোনদিয়ে চলে গেলাম তার বাসার সামনে। খুব এক্সাইটেড ছিলাম। না জানি সে লোকটা কেমন হয়। ভাব টাব নিবে হয়তো।

নিলেও বা কি করার? চেয়ারম্যান০০৭ (নাদিম ভাই), শিপু ভাই, পা্‌ইলট ভাই এদের দেখেই তো ব্লগিং শুরু করলাম। তাদের এক জনের সাথে দেখা হবে!!! তবে দেখা হওয়ার পরে আমি মোটামুটি টাস্কি!!! একে তো ভাই আমার বরিশাইল্লা তার উপর অনেক ফ্রি। আমাদের (আমি, পাইলট ভাই সহ আরো ২জন ছিলো) চিকেন, ফ্রেন্চ ফ্রাই, আর কফি খাওয়াইলো। খাওয়ার পরে বসুন্ধরা এরিয়াটা ঘুরে দেখলাম ভাইরে নিয়া। অনেক টা সময় দিলো ভাই।

খুব এনজয় করছি। তবে যে জিনিসটা নিয়া বেশি ভাল্লাগছে তা হলো, ভাই আমার পুরো বরিশাইল্লা ভাষায় কথা কয়। একটা কথা বলতেই হবে, "মনে মনে আমি "ঘুড্ডির পাইলট" নিক এর পিছনের মানুষটারে যা ভাবছিলাম সে মোটেও তেমন না। অনেক দিন পর আজ রিলাক্স মুডে অনেকক্ষন কারো সাথে গল্প করলাম। ভাইকে অনেক থাংকস এই সময় টুকু দেয়ার জন্য।

গরীব মানুষ আমি। ভাইরে তেমন দামি কিছু দেয়ার মতো সামর্থ নাই। তবে সাধ্যের মধ্যে এই ককটেল টা গিফট করলাম। (ভেতরে কি আছে তা নাহয় আমরা আমরাই জানলাম। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.