আমাদের কথা খুঁজে নিন

   

নিজের যাদুঘর নিজেকেই উৎসর্গ রোনালদোর

রিয়ালের পর্তুগিজ স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে উৎসর্গ করে জাদুঘর উদ্বোধন করতে যাচ্ছেন। নিজ জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপে চলতি মাসে একটি জাদুঘর উদ্বোধন করবেন রোনালদো।

২৮ বছর বয়সী রোনালদো নিজের ক্যারিয়ারের সাফল্য গাঁথাকে তার ভক্তকূলের কাছে উপস্থাপন করতেই এই যাদুঘর নির্মাণের উদ্যেগ গ্রহণ করেন। ১৯৯০ সালে পর্তুগালের মাদেইরা দ্বীপে যার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। এখানে স্থান পাবে ১৯৯০ সালে ক্যারিয়ার শুরুর দিনগুলো থেকে পাওয়া বিভিন্ন মুহূর্তের স্মৃতিচিহ্ন- ফুটবল, ফটোগ্রাফ ও ট্রফি।

মঙ্গলবার মাদেইরায় মা ও ছোট ছেলেকে নিয়ে এই পরিকল্পনার কথা জানান রোনালদো। আগামী ১৫ ডিসেম্বর মাদেইরার রাজধানী ফুনচালে জাদুঘর উদ্বোধন করবেন তিনি।

বিশ্ব ফুটবলের অন্যতম এই সেরা তারকা তার ক্যারিয়ার শুরু করেছিলেন ছোটখাটো এই দ্বীপের স্থানীয় ক্লাব এফসি অ্যান্ডোরিনহাকে দিয়ে, তার বাবা ওখানেই চাকুরি করতেন।

এরপর ১২ বছর বয়সে স্পোর্টিং পর্তুগালের সঙ্গে খেলতে লিসবনে যান। ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির পাশাপাশি শুরু হয় আন্তর্জাতিক ক্যারিয়ার।

আর ২০০৯ সালে রেকর্ড দামে যোগ দেন বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.