আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রণালয়ে যাননি জাপার চার মন্ত্রী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গতকাল অফিস করলেও জাতীয় পার্টির অপর চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিবালয়ে তাদের দফতরে যাননি। অনুপস্থিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন বেসামরিক বিমান ও পর্যটন এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।

এদিকে জাপার একটি সূত্র জানিয়েছে, সর্বদলীয় সরকার থেকে আজ তাদের মন্ত্রীরা পদত্যাগ করবেন।

মনোনয়নপত্র প্রত্যাহার শুরু : নরসিংদী প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জাপার প্রার্থীরা। গতকাল সন্ধ্যায় নরসিংদী জেলা জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা তাদের নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। তবে নরসিংদী সদর-১ ও নরসিংদী-২ পলাশ আসনের জাপার প্রার্থীরা এ রিপোট লেখা পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে জানান স্থানীয় জাপার নেতারা। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন নরসিংদী-৩ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. রেজাউল করিম বাসেদ। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জাতীয় পার্টির অ্যাড. কামাল উদ্দিন ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এ ছাত্তার। নরসিংদী-০১ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাড. মোস্তফা জামাল বেবী ও নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

দায়িত্ব পেলেন চার উপদেষ্টা : প্রধানমন্ত্রীর নবনিযুক্ত চার উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।

উপদেষ্টাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে আইন ও বিচারবিষয়ক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে কৃষি, শিল্প ও সমাজকল্যাণবিষয়ক, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে নৌপরিবহন এবং ডাক, তার ও টেলি যোগাযোগবিষয়ক এবং জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে স্বাস্থ্য ও নারী উন্নয়নবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। নতুন চার উপদেষ্টার সঙ্গে গওহর রিজভী (পররাষ্ট্র) ও তারিক আহমেদ সিদ্দিকী (নিরাপত্তা) প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বহাল আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.