আমাদের কথা খুঁজে নিন

   

রেলে নাশকতায় নিহত ৩

সারা দেশে রেল যোগাযোগব্যবস্থার ওপর ভয়াবহ নাশকতার ঘটনা ঘটেছে।

১৮ দলের ডাকা অবরোধের পঞ্চম দিনে গতকাল রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় গাইবান্ধার বুরুঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে তিন যাত্রী নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া নাশকতার কারণে খুলনা ও চাঁদপুরেও বিপর্যস্ত হয়ে পড়েছে রেল যোগাযোগ।

চাঁদপুরে মেঘনা এঙ্প্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলের গতি কম থাকায় পাঁচ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। দেশের তিনটি রেলপথে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। রেলে বিভিন্ন নাশকতার সঙ্গে রেলওয়ে শ্রমিক দল ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

জানা গেছে, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এবং খুলনায় নকশীকাঁথা এঙ্প্রেস লাইনচ্যুত হয়েছে।

গাইবান্ধার বোনারপাড়া, খুলনার ফুলতলা ও চাঁদপুর শাহতলীতে মঙ্গলবার রাত ১টা থেকে গতকাল সকাল ৬টার মধ্যে এসব নাশকতার ঘটনা ঘটে। ফলে খুলনা ও চাঁদপুরের সঙ্গে সারা দেশের এবং উত্তরবঙ্গের লালমনিরহাট-শান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে বুরুঙ্গী নামক স্থানে রেলের ফিশপ্লেট খুলে ফেলায় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে লালমনিরহাট থেকে শান্তাহারগামী পদ্মরাগ এঙ্প্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক এবং ফায়ার ও সিভিল ডিফেন্স বিভাগ তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

তবে স্থানীয়দের দাবি, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুই শিবির কর্মীকে জনতা ঘটনাস্থল থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

পদ্মরাগ ট্রেনের আহত চালক আবুল খায়ের জানান, বুরুঙ্গী ব্রিজে ওঠার আগমুহূর্তে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পাশের ঢালু জমিতে পড়ে যায়। ইঞ্জিনসংলগ্ন একটি বগি দুমড়ে মুচড়ে যায় এবং অন্য দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বেলা ১১টার দিকে মৃতদেহ ও আহতদের উদ্ধারকাজ শেষ হয় বলে জেলা প্রশাসক জানান।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বোনারপাড়া-শান্তাহার রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। গুরুতর আহত আটজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। ফিশপ্লেট খুলে ট্রেন লাইনচ্যুত হওয়ার মুহূর্তে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের দুই শিবির কর্মী সাদ্দাম হোসেন ও দুলু মিয়াকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে বলে গাইবান্ধার পুলিশ সুপার সাজিদ হোসেন জানিয়েছেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইনের কাজ চলছে।

আজ দুপুরের আগে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

চাঁদপুরে মেঘনা এঙ্প্রেস লাইনচ্যুত : চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী স্টেশনের পুব পাশে রেললাইনের ফিশপ্লেট খুলে লাইন উপড়ে ফেলায় মেঘনা এঙ্প্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশে কাত হয়ে পড়ে। এতে চাঁদপুর-লাকসাম রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মেঘনা এঙ্প্রেসের চালক এ কে মিয়াজী জানান, আন্তঃনগর মেঘনা এঙ্প্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে ভোর ৫টায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

পথে শাহতলী স্টেশনের পুব পাশে দুর্বৃত্তরা রেললাইনের ৩৯ ফুট লম্বা দুটি রেলপাথের ফিশপ্লেট খুলে উপড়ে ফেলে রাখায় ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন অাঁকাবাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়। ট্রেনটিতে চাঁদপুর শহর ও দেশের দক্ষিণাঞ্চলীয় খুলনা, বরিশাল, ভোলাসহ বিভিন্ন স্থানের প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল। ট্রেনটির গতি কম থাকায় যাত্রীরা প্রাণে রক্ষা পায়। ঘটনার পরই লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন চাঁদপুর যায়।

ট্রেনের চালক ও অন্যরা জানান, রেললাইনের যে পরিমাণ ক্ষতি হয়েছে এতে ইঞ্জিনসহ দুটি বগি সরিয়ে লাইনটি সচল করতে দুই দিন লাগবে।

খুলনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন : খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার রাতে খুলনার ফুলতলা উপজেলার যোগীপাশায় রেললাইনের একাধিক ফিশপ্লেট খুলে ফেলায় খুলনাগামী নকশীকাঁথা এঙ্প্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে মঙ্গলবার রাত দেড়টা থেকে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জিআরপি পুলিশ জানায়, অবরোধকারীরা নাশকতার উদ্দেশ্যে রেললাইনের একাধিক ফিশপ্লেট খুলে রাখে।

এ কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

নারায়ণগঞ্জে ফিশপ্লেট ওঠানোর চেষ্টা : নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে মহানগর যুবদলের কর্মীরা ইসদাইর বাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ফিশপ্লেট ওঠানোর চেষ্টা করেন। তারা রেললাইনে তিনটি স্পটে আগুন ধরিয়ে দেন। এ সময় ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে লোহার রড দিয়ে রেললাইনের ফিশপ্লেট ওঠানোর চেষ্টা করেন।

আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা নিয়ে বের হয়।

পূর্বাঞ্চলে নাশকতায় জড়িত কর্মকর্তা-কর্মচারীরাও : চট্টগ্রাম থেকে সাইদুল ইসলাম জানান, সারা দেশে টানা অবরোধে রেললাইনে নাশকতার কারণে চট্টগ্রাম থেকেও ট্রেনযাত্রার শিডিউল বিপর্যয় ঘটেছে এবং গতকাল পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রেলের যাত্রা বাতিল করায় এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছে কয়েক হাজার যাত্রী। এদিকে পূর্বাঞ্চলীয় রেলে বিভিন্ন নাশকতার সঙ্গে রেলওয়ে শ্রমিক দল ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমর্থিত কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকার অভিযোগ উঠেছে। রেলের কর্মকর্তা-কর্মচারীদের কেউ নাশকতার সঙ্গে জড়িত কি না_ জানতে চাইলে এমন অভিযোগ পাননি বলে উল্লেখ করেন রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমদ।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলে ফেলা হলো জয়পুরহাটে এক কিলোমিটার রেলের স্পেন্ডেল ক্লিপ : জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় এক কিলোমিটার রেল লাইনের স্পেন্ডের ক্লিপ খুলে ফেলায় পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিবিরকর্মীরা এ ক্লিপগুলো তুলে ফেলে বলে এলাকাবাসী জানিয়েছেন। জয়পুরহাটের স্টেশন মাস্টার নূরুল ইসলাম জানান, ঘটনাটি জানা পর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে যাননি।

তবে র্যাব-পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.