আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতার আগুন মেহেদীকেও কেড়ে নিল

১৮-দলীয় জোটের অবরোধের সময় নাশকতার আগুনে দগ্ধ হয়েছিলেন মেহেদী হাসান। হাসপাতালে টানা ছয় দিন বেঁচে থাকার জন্য লড়েছেন এই ট্রাকচালক। আজ শুক্রবার হার মেনেছেন।

সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান মেহেদী। আগুনে তাঁর শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ৩০ নভেম্বর রাতে ফরিদপুর শহরের হরিসভা এলাকায় দুর্বৃত্তরা মেহেদীর ট্রাকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি পুড়ে যান। পরে তাঁকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিউই) প্রধান শাহ আলম ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদীর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনয়িনের বিলমাহমুদপুর এলাকায়।

এ নিয়ে গত শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত অবরোধে নাশকতার শিকার হয়ে প্রাণ হারালেন ৩১ জন। এর আগে ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধে প্রাণ হারান ২২ জন।  

মৃত্যুর মিছিলে আরও দুজন

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.