আমাদের কথা খুঁজে নিন

   

নাশকতার শিকার ৫৩১ স্কুল

এসব প্রতিষ্ঠানকে দ্রুত আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর উপযোগী করা হবে জানিয়ে এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিরোধী দলের নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত ঢাকার ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে গত ৫ জানুয়ারি ভোটের আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় বিরোধী জোটের কর্মীরা। এসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা ছিল।

ভোটের দিনও অনেক স্কুল-কলেজ-মাদ্রায় ভাংচুর ও আগুন দেয়া হয়।

  

শিক্ষামন্ত্রী বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে বিরোধীদল সারা দেশের ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি উচ্চ বিদ্যালয়, ২১টি মাদ্রাসা এবং নয়টি কলেজে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। ”

এসব প্রতিষ্ঠানের মধ্যে কোনোটি পুরোপুরি এবং কোনোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও এসব প্রতিষ্ঠানে ‘বিকল্পভাবে’ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান নাহিদ।

শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ‘জঘন্য ও বর্বরোচিত’ হামলা করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘পরিকল্পিতভাবে ধ্বংস করার’ চেষ্টা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষক, গণমানুষের প্রাণের সম্পর্ক। যুগ যুগ ধরে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের অক্লান্ত শ্রম-ঘাম ও মেধা-আন্তরিকতায় গড়ে উঠেছে।

“ভোটকেন্দ্র তো এক দিনের জন্য। আর স্কুল-কলেজ চিরদিনের। এগুলো রক্ষা করতে হবে। ”

শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী দলের ‘নগ্ন হামলা’ প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আলাদা দুটি সভায় আগামী ১৩ জানুয়ারির মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.