আমাদের কথা খুঁজে নিন

   

'মাদিবা' ছিলেন প্রকৃত গান্ধীবাদী

ম্যান্ডেলাকে প্রকৃত গান্ধীবাদী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্যদিকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ৯ ডিসেম্বর পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। মনমোহন সিং বলেন, ভাবনা ও কর্মোদ্যমে ম্যান্ডেলা একজন প্রকৃত গান্ধীবাদী ছিলেন। একটা বিভাজিত দুনিয়ায় ম্যান্ডেলা ছিলেন সাম্যের প্রতীক।

তিনি ছিলেন বিশ্ব চেতনার প্রতিভূ। এদিকে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, ম্যান্ডেলা বিশ্বনেতা। ছিলেন মনুষ্যজাতির অনুপ্রেরণার প্রতীক। ভারতের কাছে বন্ধু ছিলেন ম্যান্ডেলা। দুই দেশের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে ম্যান্ডেলার অবদান সারা জীবন মনে রাখবে সারা বিশ্ব।

সারা পৃথিবী সেই অবদানের সাক্ষী। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে তোলার জন্য ১৯৯০ সালে ম্যান্ডেলাকে ভারতরত্ন দেওয়া হয়।

রেকর্ড দামে বিক্রি আলোকচিত্র : ম্যান্ডেলার একটি আলোকচিত্র দুই লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের একটি বেসরকারি শিল্পকর্ম সংগ্রহশালা এটি কিনেছে। এটি দক্ষিণ আফ্রিকায় বিক্রি হওয়া কোনো আলোকচিত্রের জন্য সর্বোচ্চ মূল্য বলে আয়োজকদের বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।

আলোকটিত্রটি বিক্রির ওই টাকা জোহানেসবার্গে নির্মিতব্য নেলসন ম্যান্ডেলা শিশু হাসপাতাল ও ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ তহবিলে দান করা হবে। আলোকটিত্রটি ধারণ করেছেন আলোকচিত্রী আদ্রিয়ান স্টেইরান। এতে দেখা যায়, একটি আয়নায় ম্যান্ডেলার মুখমণ্ডল প্রতিবিম্বিত হচ্ছে। স্টেইরান বলেন, আমি চেয়েছিলাম মাদিবাকে একটি আয়নায় ধারণ করতে, যেন আমরা দেখতে পাই একটি মানুষের জীবন প্রতিবিম্বিত হচ্ছে। ম্যান্ডেলাকে 'মাদিবা' সম্বোধন করে স্টেইরান আরও বলেন, তার প্রতিবিম্বিত জীবনের প্রেরণা যেন আমাদের ভবিষ্যতের পাথেয় হয় তাই ছিল এই আলোকচিত্রের লক্ষ্য।

ম্যান্ডেলারই চলচ্চিত্র দেখছিলেন : গড়পরতা ৯৫ বছর বয়সী মানুষ যেমন থাকেন আমার বাবাও সে রকম। কেবল একটু দুর্বল হয়ে পড়েছেন, এই যা। বৃহস্পতিবার রাতে বাবা ম্যান্ডেলাকে নিয়ে এ মন্তব্য করেন তারই মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। তিনি তখন বাবার জীবনী নিয়ে নির্মিত 'ম্যান্ডেলা : লং ওয়াক টু ফ্রিডম' ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লালগালিচা দিয়ে যাচ্ছিলেন, তখনো জানতেন না, এখানেই শুনতে হবে সেই হৃদয়বিদারক সংবাদ, বাবা আর নেই। লন্ডনে ওই চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীতে দর্শক সারিতে অন্যদের সঙ্গে ছিলেন ম্যান্ডেলার ছোট দুই মেয়ে।

ছিলেন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। ছবিটি চলতে থাকা অবস্থায় খবর এসেছে চিরনিদ্রায় চলে গেছেন ম্যান্ডেলা। সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেওয়ার বিষয়ে কথা ওঠে। কিন্তু ম্যান্ডেলার মেয়েরা তা চাননি। বিবিসি, দ্য ডন, এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।