আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে



উনি বা উনারা শুধু নেতৃকে খুশী করার জন্য যা বলা দরকার তাই বলে , কিন্তু এই বলার ভিতর দিয়ে দেশের রাজনীতি ও গনতন্ত্রের ভবিষ্যৎ যে খারাপের দিকে যাচ্ছে তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই । দেশের রাজনীতি ও গণতন্ত্র বিকাশ নিয়ে যাদের মাথা ব্যাথা নেই তারা কিভাবে রাজনৈতিক দলের উচ্চ পদে আসীন হয় ? তাহলে ঐ রাজনৈতিক দলের সাথে দেশের জনগনের কোন সম্পর্ক নেই । থাকলে নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে কথা বলতেন । বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা - খালেদার উল্লেখযোগ্য ভুমিকা আছে কিন্তু এক্ষনে তাদের ভুমিকা জনগন তথা জাতীয় স্বার্থের পরিপন্থী । উনারা তাবেদারির রাজনীতির এমন পর্যায়ে পৌঁছেছেন যে যোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আজ রাজনীতিতে নেই ।

এই লক্ষন ভাল না । সামাজিক শ্রম বিভাজনে কিছু মানুষ নিঃস্বার্থভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন । রাজনীতি হবে সমাজ বিকাশের স্বার্থের অবস্থান থেকে । কিন্তু নেতৃত্ব শূন্য রাজনীতি জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যায় । সেই অন্ধকারের রুপ অনুমান করা মুশকিল ।

এমনকি কতটা ভয়ংকর তা তাত্ত্বিক ভাবে অনেক রুপে উপস্থাপন করা যায় , যেমন ঃ স্বাধীনতা বিপন্ন , গৃহযুদ্ধ , দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিরতা সহ পররাষ্ট্র কতৃক দাসত্ব ইত্যাদি , কিন্তু বাস্তব আরও কঠিন । এই বিজয়ের মাসে যেখানে রাজনীতি হবে আরও শানিত , আরও সুসংহত । রাষ্ট্র হবে আরও সুসংগঠিত । কিন্তু জাতী হিসেবে আমরা হাঁটছি উলটো দিকে । তাও রাজনৈতিক নেতৃবৃন্দের কল্যানে ।

যে রাজনৈতিক নেতৃবৃন্দ ঘোড়া হয়ে তার সওয়ারি জনগণকে নিয়ে প্রতিযোগিতা পূর্ণ এই বিশ্বে দ্রুত গতিতে অন্য রাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে যাবে এই নেতৃবৃন্দ পীঠ থেকে জনগণকে ফেলে দিয়ে হাঁটছে । এই হাটার দিক কোথায় তারা নিজেরাও জানে না । লাগাম তো জনগনের হাতে । জনগন সেই লাগাম প্রয়োজনে নতুন ঘোড়ায় পরাবে । এটাই বাস্তবতা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.