আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান্ডেলা ভক্তের স্রোত জোহানেসবার্গের দিকে

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রয়াণে শোকে মুহ্যমান পুরো বিশ্ব। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়েসহ বিশ্বের অনেক দেশে ম্যান্ডেলার সম্মানে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। ধর্ম-বর্ণ-নির্বিশেষে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম প্রান্ত থেকে বিশ্ব নেতারা প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকা যাওয়ার।

ম্যান্ডেলার আত্দার শান্তি কামনা করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসসহ ধর্মযাজকরা। মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তার স্মরণানুষ্ঠান।

আর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর রোববার। পূর্ব কেপটাউনের কুনু গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তাকে। ১৯১৮ সালের ১৮ জুলাই ওই গ্রামেই জন্মেছিলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে গতকাল জানানো হয়, এর আগে পোপ দ্বিতীয় জন পল, প্রিন্সেস ডায়ানা, প্রেসিডেন্ট জন এফ কেনেডি, উইন্সটন চার্চিলসহ অনেক খ্যাতিমান ও জনপ্রিয় ব্যক্তিত্বের শেষকৃত্যে অংশ নিয়েছেন বিশ্বনেতারা। কিন্তু তাদের থেকে ম্যান্ডেলা অনেকটাই ভিন্ন।

সর্বত্র ও ব্যাপক এই নেতার আবেদন। তাই আধুনিক সভ্যতার ইতিহাসে এই শেষকৃত্য হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্বদের মহাসম্মিলন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন, আগামী মঙ্গলবার জোহানেসবার্গের সোবেতোয় ম্যান্ডেলার আত্দার প্রতি সম্মান জানিয়ে জাতীয় স্মরণানুষ্ঠান সম্পন্ন হবে।

বিশ্বনন্দিত এই কিংবদন্তি নেতার স্মরণানুষ্ঠান সামনে রেখে ব্যস্ত এখন সারা বিশ্ব। ম্যান্ডেলার প্রতি শেষশ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিচ্ছেন বিশ্বনেতারা।

বিভিন্ন দেশ থেকে আসছেন গ্ল্যামার দুনিয়ার অনেক নামীদামি নারী-পুরুষ। এ ছাড়া ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন দেশের লাখো ভক্ত। স্মরণানুষ্ঠানের সঙ্গে সঙ্গে কেউ কেউ ম্যান্ডেলাকে চিরশায়িত করার মুহূর্তে উপস্থিত থাকার প্রস্তুতিও সম্পন্ন করেছেন। বিশ্বের বিমান ফ্লাইটগুলো যেন হিমশিম খাচ্ছে জোহানেসবার্গের উদ্দেশে উড়াল দেওয়া ম্যান্ডেলা-ভক্তদের সে াত সামাল দিতে।

অবশ্য ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে পেঁৗছেছেন অনেক ভক্ত-অনুরাগী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পত্নী মিশেল ওবামা শিগগিরই জোহাসেনবার্গে পেঁৗছবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জ্য কার্নি জানিয়েছেন, মহান নেতা ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে ওবামা পরিবার। এর বেশি কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে কার্নি বলেন, সময় হলে সব জানানো হবে। এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং সান্ত্বনা জানিয়ে তার স্ত্রী গ্রাসা ম্যাসেলকে ফোন করেছেন প্রেসিডেন্ট ওবামা।

আসছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবি্লউ বুশ ও তার পত্নী লরা।

তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও অংশ নিতে পারেন স্মরণানুষ্ঠানে। বুশের মুখপাত্র ফ্রেডি ফর্ড জানিয়েছেন, ওবামা দম্পতির অনুরোধে তাদের সঙ্গেই প্রেসিডেনশিয়াল বিমানের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বুশ দম্পতি। ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ঠিক একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন। জানা গেছে, ম্যান্ডেলার এ বন্ধু ও তার পত্নী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি জোহানেসবার্গে শিগগিরই পেঁৗছবেন। স্মরণানুষ্ঠনে যোগ দেওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন বিল ক্লিনটন।

তিনি জানিয়েছেন, তার সঙ্গে হিলারি ও মেয়ে চেলসি যাচ্ছেন মানবতার মহানায়ককে শেষশ্রদ্ধা জানাতে।

এদিকে স্মরণানুষ্ঠানে যোগ দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মঙ্গলবারের আগেই তিনি পেঁৗছবেন দক্ষিণ আফ্রিকায়।

জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভসহ বিশ্ব সমপ্রদায়ের অনেক শীর্ষস্থানীয় নেতা প্রিয় ম্যান্ডেলার প্রতি শেষশ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেন ইরানের প্রেসিডেন্ট রভহভন রুহানি।

রাজনৈতিক নেতৃত্বের বাইরে এ অনুষ্ঠানে থাকবেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সংগীত, ধর্মীয় অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা। যেতে পারেন হলিউড-বলিউড থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেকে। বলিউড থেকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে অমিতাভ বচ্চন ও অনিল কাপুরের। এ ছাড়া ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল।

আজ জাতীয় প্রার্থনা দিবস পালন করবে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার জোহানেসবার্গের উপকণ্ঠে ৯৫ হাজার আসনের একটি স্টেডিয়ামে পালন করা হবে স্মরণানুষ্ঠান। ১১ ডিসেম্বর থেকে চার দিনের জন্য প্রিটোরিয়ায় হাসপাতালে রাখা হবে ম্যান্ডেলার মরদেহ। এরপর ১৫ ডিসেম্বর পূর্ব কেপটাউনের কুনু গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তাকে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে থেকে আসা অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত এখন দক্ষিণ আফ্রিকা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণের সঙ্গে সংগ্রাম করে বৃহস্পতিবার মধ্যরাতে জোহানেসবার্গে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা।

শোকের প্রথম দিন : বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে বাংলাদেশে ঘোষিত তিন দিন শোকের প্রথম দিন পালিত হয়েছে কাল। এদিন সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও অফিস আদালতে এ বীরের সম্মানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। এদিকে বাংলাদেশে নেলসন ম্যান্ডেলার পরলোকগমন উপলক্ষে ঢাকাস্থ দক্ষিণ আফ্রিকা দূতাবাসে খোলা হয়েছে শোকবই।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।