আমাদের কথা খুঁজে নিন

   

নেলসন ম্যান্ডেলা

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

ওহে আফ্রিকার কালো হিরে এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে এক বার বলে যাও এই বিভক্ত বিশ্বকে কত বছর ধরে সাদা হায়েনার জ্বালানো শ্মশানে জ্বলে জ্বলে পুঁড়ে হয়েছিলে জগত উজ্জ্বল কালো হিরে ; ওহে আমার প্রিয় নেতা আফ্রিকার কালো সিংহ সিংহ গর্জনে বলে যাও আজকের এই বিশ্বকে সাদা ভাল্লুকেরা কি ভাবে আফ্রিকার ভুমি পুত্র কালো মানুষ গুলো ধরে ধরে এনে বানিয়ে ছিলো গৃহ দাস আর তোমাকে জেলে পুরে অত্যাচারে অবিচারে, নির্বিচার নির্যাতনে সাতাশটি অমূল্য বসন্ত বিনাশে আলোর আড়ালে আবডালে বিনাশ করতে চেয়েছিলো তোমার সংগ্রামের হিরকদ্যুতি; সাদা ভাল্লুকের সব কারসাজি ব্যার্থ করে তুমি বিজয়ী হলে এখন ওরা তোমার পায়ে পায়ে ঘুরে আর লেজ নাড়ে; তোমার একটু কৃপা পেতে তোমায় মাথায় তোলে নাচে আর তুমি ও এতই উদার যে অতীতের সকল নির্যাতন ভুলে এই সাদা পশু গুলোকে ক্ষমা করে দিয়ে হয়ে গেলে এক মহান বিশ্ব নেতা; তাই তো তুমি নেলসন মেন্ডেলা এক বিংশ শতকের শ্রেষ্ট নেতা প্রজন্মের সকল শ্রদ্ধা তোমাকে হে মহান নেতা - বিশ্বের সকল ভালবাসা শুধু তোমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।