আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে হোটেল ব্যবসায় ধস প্রতিদিন ক্ষতি ৬ ক

শীত মৌসুমের শুরু থেকেই সিলেটে ঢল নামে পর্যটকদের। এ সময় জমে ওঠে হোটেল ব্যবসা। পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় হোটেল ও গেস্ট হাউস কর্তৃপক্ষকে। কিন্তু এবার শীত মৌসুমের শুরুতে উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়। কোনো অতিথি না আসায় গত ২০ দিন ধরে সিলেটের আড়াই শতাধিক হোটেলের সবগুলো কক্ষ শূন্য পড়ে আছে। ফলে প্রতিদিন অন্তত ছয় কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সিলেটের হোটেল ব্যবসায়ীদের। লোকসানের পরিমাণ কমাতে অনেক হোটেলে কর্মচারী ছাঁটাইও চলছে। সিলেটের হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। সিলেটের হোটেল ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই শীত মৌসুমে পর্যটন নগরীর হিসেবে খ্যাত সিলেটে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান। শীত মৌসুমে বিশেষ করে নভেম্বর-ডিসেম্বরে প্রবাসীরাও পরিবার নিয়ে দেশে ফিরেন। এ সময় সিলেটের হোটেলগুলোর ব্যবসা থাকে জমজমাট। কিন্তু টানা অবরোধ, হরতাল ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার পর্যটকরা সিলেটমুখী হচ্ছেন না। এতে হোটেল ব্যবসায়ীরা মারাত্দক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সিলেট হোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, এই সংগঠনের অন্তর্ভুক্ত ২১টি হোটেলে গত ২০ দিন ধরে কোনো অতিথি ওঠেননি। একই অবস্থা অ্যাসোসিয়েশনের বাইরের আরও প্রায় দুই শতাধিক হোটেলের। সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্ধশতাধিক হোটেল। মাজারে আসা ভক্ত অনুরাগীদের কারণে প্রতিদিনই অতিথিপূর্ণ থাকে এখানকার হোটেলের সবগুলো কক্ষ। তবে গত প্রায় ১৫-১৬ দিন ধরে ফাঁকা পড়ে আছে সবগুলো হোটেলই। সিলেটের খাদিমস্থ নাজিমগড় রিসোর্টের ব্যবস্থাপক হাসান মোরশেদ জানান, হরতাল-অবরোধের কারণে ব্যবসায় চরম মন্দা দেখা দিয়েছে। দু-একটি বহুজাতিক কোম্পানির কয়েকজন স্থায়ী অতিথি ছাড়া গত দুই সপ্তাহ ধরে নতুন কেউ এখানে আসছেন না। গত এক মাসে তাদের দুই রিসোর্টে প্রায় দুই কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে সিলেট হোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমাত নুরী জুয়েল বলেন, আমাদের সংগঠনের আওতাভুক্ত ২১টি হোটেলের ৭০০টি কক্ষ রয়েছে। গত প্রায় ২০ দিন ধরে এই সবগুলো কক্ষই ফাঁকা পড়ে আছে। একই অবস্থা আমাদের সংগঠনের বাইরের হোটেলগুলোরও। সিলেটে সবমিলিয়ে প্রায় আড়াইশ হোটেল রয়েছে জানিয়ে তিনি বলেন, সবগুলো হোটেল মিলিয়ে প্রতিদিন প্রায় ছয় কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে আমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.