আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের নাটক 'দরজার ওপাশে'

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও অপূর্ব। মুক্তিযুদ্ধের নাটক 'দরজার ওপাশে' শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মূল গল্প শামসুল হুদার। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন তমালিকা কর্মকার, জাকিয়া বারী মম, গীতশ্রী চৌধুরী ও আতিক। নাটকের গল্পে দেখা যাবে- চঞ্চল এবং মম স্বামী-স্ত্রী। হঠাৎ তাদের বাসায় এসে ওঠে অপূর্ব। সবাই জানতো মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে সে। কিন্তু তার উপস্থিতি তৈরি করে নতুন নাটকীয়তা।

নাটক প্রসঙ্গে চঞ্চল বলেন, 'বাজেটসহ নানাবিধ সমস্যায় একক নাটকে একসঙ্গে প্রথমসারির অভিনেতাদের অভিনয় করা হয়ে ওঠে না। তাই অপূর্বর সঙ্গে এর আগে অভিনয় হয়নি। এবার দিদির [চয়নিকা] কারনে কাজ হচ্ছে। এই কৃতিত্ব তার। ' বিজয় দিবসকে উপলক্ষে নাটকটি ১৬ ডিসেম্বর এটিএন বাংলায় প্রচার হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.