আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষের মহাপুরুষত্ব

৮ , ১৬, ২২, ২৬, ৩২ কিংবা ৪২....................কোনটা আপনার পছন্দ!!! এগুলো কোন সাধারন সংখ্যা না, প্রতিটা সংখ্যাই অসাধারন,লোভনীয়। বেছে নেন যে কোন একটা। আপনি একজন পুরুষ। আপনার অধিকার আছে বেছে নেওয়ার, জোর করার, না পেলে গলা টিপে মেরে ফেলার। আপনি একজন পুরুষ যে একটা আট বছরের বাচ্চাকে এক নিমেষে বানিয়ে ফেলেন নারী।

আপনি একজন পুরুষ যে তার ভালোবাসার মানুষটাকে ২৬ টুকরা করে মেলে দেন আকাশে। ভালবাসা পাখা মেলে!!!! আপনি একজন পুরুষ যিনি মসজিদে পাচ ওয়াক্ত নামাজের নেতৃত্ব দিলেও ভুলে যান না আপনার দুপায়ের মাঝখানের দন্ডটির অস্বস্তিকর উপস্থিতির কথা। আপনি একজন পুরুষ যিনি যৌতুকের জন্য বউয়ের চুল কেটে দেন,গায়ে দেন গরম খুন্তির ছেকা, ভালো না লাগলে মেরেও ফেলেন। আবার আপনিই সেই পুরুষ মানুষটা যিনি বউয়ের জন্য মাকে লাথি মারতেও কুন্ঠাবোধ করেন না। আপনিই সেই পুরুষ যিনি প্রত্যাখিত হলে এসিডে ঝলসে দেন কোন নারীর মুখ।

আমি নিজেও একজন পুরুষ। উপরের যেকোন ক্যাটাগরীর মধ্যে আমিও পড়তে পারি। সময় আর সুযোগের অভাব হয়ত আমাকে মহাপুরুষ বানিয়ে রেখেছে। তাই বলে আমার পুরুষ স্বত্বা আমারে কখনও ভুলতে দেয় না “আমি কি জিনিস”। পাচ ওয়াক্ত নামাজ পড়া দাড়িওয়ালা মানুষটাকে যখন ফেসবুকে সানী লিওনের ভিডিওর লিংকে কমেন্ট করতে দেখি তখন অবাক হইনা, কারন আমি ইতিমধ্যে জেনে গেছি আমরা শুধু পুরুষ না মহাপুরুষ।

প্রচন্ড ভীড়ের বাসে যখন খুব সুদর্শন কাউকে যখন কোন নিরুপায় মেয়ের গায়ে নির্দ্বিধায় হাত দিতে দেখি, মহাপুরুষ শব্দটাকে বড় আপন মনে হয়। জনৈক স্নেহশীল পিতার নামে যখন শুনি কাজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ, মুখোশধারী এ মহাপুরুষের জীবন নিয়ে গর্ব হয়। মহাপুরুষের জীবন চাই না। সত্যিকারের ভালো মানুষ হয়ে বেচে থাকতে চাই। কাজটা কি খুব বেশী কঠিন??? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।