আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষের জন্য ১৫টি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা!

স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুব জরুরী। এসব পরীক্ষা ভয়াবহ কিছু ঘটার আগেই সতর্ক করবে। বিষয়টা আরও সহজ করার জন্য সুস্থ ও স্বাভাবিক পুরুষের জন্য কোন বয়সে কোন পরীক্ষা এবং কতবার তা করতে হবে ইত্যাদি সহ একটি তালিকা তৈরি করে দিলাম-- ১. কোলেস্টেরল স্ক্রিনিং/লাইপো প্রোটিন প্রোফাইল: কখন করতে হবে: ২০ বছর বয়স থেকে। কতদিন পর পর: ৬ থেকে ১ বছর পর পর। ২. রক্তচাপ পরীক্ষা: কখন করতে হবে: যে কোন বয়সে; ছোট বেলা থেকে করা ভাল।

কতদিন পর পর: যদি রক্তচাপ স্বাভাবিক থাকে তাহলে বছরে একবার। রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে বা নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেলে প্রতি ছয় মাসে একবার। ৩. ডায়াবেটিস পরীক্ষা: কখন করতে হবে: অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস থাকলে। কতদিন পর পর: প্রতি ৩ বছর পর পর। ৪. হাড়ের ঘনত্ব পরীক্ষা: কখন করতে হবে: ৬০ বছর বয়স থেকে।

কতদিন পর পর: চিকিৎসকের পরামর্শে। ৫. ভিটামিন ডি পরীক্ষা: কখন করতে হবে: ৪০ বছর বয়স থেকে। কতদিন পর পর: প্রতি বছর। ৬. কোলনস্কপি বা সিগমোয়েডোস্কপি: কখন করতে হবে: ৩৫ বছর বয়স থেকে। কতদিন পর পর: প্রতি ৫ বছর পর পর।

৭. ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট: কখন করতে হবে: ৫০ বছর বয়স থেকে। কতদিন পর পর: ৫০ এর পর প্রতি বছরে একবার। ৮. স্কীন ক্যান্সার স্ক্রিনিং: কখন করতে হবে: যেকোন বয়সে। কতদিন পর পর: প্রতি মাসে একবার। ৯. চোখ ও দৃষ্টি পরীক্ষা: কখন করতে হবে: ১৮ বছর বয়সে।

কতদিন পর পর: ৬১ বছর বয়স পর্যন্ত ১-৩ বছর পর পর। ১০. শ্রবণ পরীক্ষা: কখন করতে হবে: যখন অন্য কেউ বা আপনি সমস্যাটি বুঝতে পারবেন। কতদিন পর পর: ৫০ বছর পর্যন্ত প্রতিদ ১০ বছর অন্তর অন্তর। ১১. থাইরয়েড পরীক্ষা: কখন করতে হবে: ৩৫ বছর বয়সে। কতদিন পর পর: বছরে ১ বার।

১২. মেটাবলিক সিনড্রোম পরীক্ষা: কখন করতে হবে: ৫০ বছর বয়সে। কতদিন পর পর: কোলেস্টেরল ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি প্রতি ৩ থেকে ৫ বছর পরপর। ১৩. টেস্টকুলার ক্যান্সার স্ক্রিনিং: কখন করতে হবে: পরীক্ষাটি নিজে নিজে সব বয়সেই করা যায় তাই সব বয়সেই করতে হবে। কতদিন পর পর: প্রতি মাসে ১ বার। ১৪. প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং: কখন করতে হবে: ৫০ বছর বয়স থেকে।

কতদিন পর পর: বছরে ১ বার। ১৫. ব্লাডার ক্যান্সার স্ক্রিনিং: কখন করতে হবে: ৫০ বছর বয়সে। কতদিন পর পর: বছরে ১ বার। (সংগৃহীত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।