আমাদের কথা খুঁজে নিন

   

চার রাজ্যে বিজেপির জয়জয়কার এবার লোকসভা নি

ভারতের চার রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফল গণনা হয়েছে গতকাল। ফলাফলে ক্ষমতাসীন কংগ্রেসের ভরাডুবি হয়েছে। আর নরেন্দ্র মোদির মুখে হাসি ফুটিয়ে বিপুল বিক্রমে এগিয়ে গেছে বিজেপি। এই ফলাফল ক্ষমতাসীন কংগ্রেসের কপালে ইতোমধ্যে বলি রেখার সৃষ্টি করেছে। কারণ আর কয় মাস পরই লোকসভা নির্বাচন। বিজেপির জয়জয়কার, লোকসভা নির্বাচনেও কি দেখা যাবে একই চিত্র? ভারতজুড়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। দিলি্লতে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী (কংগ্রেস) গতকালই পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত দিলি্লর ৭০টি আসনের মধ্যে ৬৩টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজেপি পেয়েছে ৩০টি। এগিয়ে ছিল ৫টিতে। কংগ্রেস ৭টি। এগিয়ে ছিল ২টিতে। এ রাজ্যে চমক দেখিয়েছে আম আদমি পার্টি। তারা পেয়েছে ২৪টি। মধ্যপ্রদেশে নিশ্চিতভাবেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ৮২টির ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে বিজেপি জয়লাভ করেছে ৬৯টিতে। নিজের কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও। ছত্তিশগড়ে এখনো পর্যন্ত শাসক দল বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর চলছে কংগ্রেসের। রাজ্যের ১৯৯টি আসনের মধ্যে ২৭টির ফলাফল ঘোষণা করা হয়। এর মধে বিজেপি ১৫টিতে জয় এবং ১২টিতে জয়ের খবর মিলেছে কংগ্রেসের। এই ফলাফলের পর ভারতজুড়ে প্রশ্ন উঠেছে, আগামী লোকসভা ভোটেও কি এ ধারা বজায় থাকবে? এ প্রশ্নের সপক্ষে যুক্তি যেমন রয়েছে, তেমনই রয়েছে বিপক্ষের যুক্তি। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। উচ্ছ্বসিত বিজেপি শিবির এখন দিলি্লর মসনদকে পাখির চোখ দেখছে। তাদের এ বিপর্যয়ের জন্য জনতার আক্রোশকেই দায়ী করেছে কংগ্রেস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.