আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

শ্রীলঙ্কায় অভূতপূর্ব সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে বিরোধীদলীয় নেতা-কর্মী, মানবাধিকার কর্মী, শ্রমিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কলম্বোয় গত সোমবার এই বিক্ষোভ হয়। প্রথমে পৃথকভাবে এসব বিক্ষোভ হয়। পরে বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধ হয়। বিক্ষোভকারীরা মাহিন্দা রাজাপক্ষের সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে স্লোগান দেয়। বিরোধীদলীয় একজন আইন প্রণেতা দাবি করেন, দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে। বিক্ষোভ থেকে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয়। সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারের এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কা একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক নাগরিকের বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। পার্লামেন্টে রাজাপক্ষের সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে ওই যুদ্ধে সরকারি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.