আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে বিএনপির কমিটি নিয়ে কর্মীরা ধোঁয়াø

এবায়েদুল হক চানকে সভাপতি ও অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু ও বাবুল চৌধুরীকে সহসভাপতি করা হয়েছে। গতকাল উত্তর জেলা বিএনপির দফতর সম্পাদক বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে ৭ সদস্যের নতুন কমিটি সংক্রান্ত একটি কাগজ সরবরাহ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষর থাকলেও আগের কমিটি বিলুপ্ত নাকি স্থগিত কিংবা বর্তমান কমিটির কার্যকাল এবং কতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে, সে রকম কোনো নির্দেশনা নেই কাগজে। তাই এই কমিটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মাঝে। সাবেক সভাপতি ররিশাল সিটি মেয়র আহসান হাবিব কামালও নতুন কমিটি সম্পর্কে কোনো কিছুই জানেন না বলে দাবি করেছেন।

গত ১৫ জুনের সিটি নির্বাচনে এবায়েদুল হক চান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নামলে দলের নীতিনির্ধারকদের অনুরোধে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান তিনি। এ সময় তাকে (চান) দক্ষিণ জেলা বিএনপির সভাপতি করার আশ্বাস দেওয়া হয়। ১৫ জুনের নির্বাচনে কামাল মেয়র নির্বাচিত হলে পাল্টে যায় প্রেক্ষাপট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.