আমাদের কথা খুঁজে নিন

   

তারেকের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার হচ্ছে

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

তারেক রহমানকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আদেশ প্রত্যাহার করা হচ্ছে। সম্প্রতি অর্থ পাচারের মামলায় তাকে খালাস দেয়া হয়। ঢাকা মহানগর জজ আদালতের পেশকার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার ঢাকা মহানগর জজ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের উদ্যোগ নেয়ার আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি জানান, তারেক রহমানের বিরুদ্ধে একটি পরোয়ানা ফেরতের আদেশ পররাষ্ট্র সচিব শহীদুল হকের কাছে পাঠানো হয়। এছাড়া পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনারের মাধ্যমে বনানী ও গুলশান থানায় এর অনুলিপি পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিচারক মোতাহার হোসেন গত ১৯ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে খালাসের রায় দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।