আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

১০০ পর্বে 'সিনেটিউন'

শততম পর্বের মাইলফলক স্পর্শ করছে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান 'ফেয়ার অ্যান্ড লাভলী সিনেটিউন'। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠান। আজ প্রচারিত হবে এর শততম পর্ব। বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ও পুরনো দিনের জনপ্রিয় গান দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি দর্শকদের কাছে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনি বিকাশ বড়ুয়া।

 

চোরকাঁটা

পাবিারিক সম্পর্ক, প্রেম, জীবনের নানা রকম টানাপোড়েন, প্রিয়জনের ভালোবাসার স্পর্শসহ সামাজিক জীবনের প্রভৃতি সব অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক 'চোরকাঁটা'। আজ আরটিভিতে নাটকটি প্রচার হবে। পান্থ শাহ্্রিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস ।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতউল্লাহ, শমির্লী আহমেদ, ওয়াহিদা মলি্লক জলি, চিত্রলেখা গুহ, প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহের চারদিন সোম থেকে বৃহস্পতি রাত ৮ টা ১৫ মিনিটে।

 

ধারাবাহিক 'পিঞ্জর'

আজ রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'পিঞ্জর'। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সূবর্ণা মুস্তাফা, ওয়াহিদা মলি্লক জলি, চিত্রলেখা গুহ, বন্যা মির্জা, সাজু খাদেম, মাজনুন মিজান, শিশুশিল্পী স্বচ্ছ, সেমন্তিসহ আরও অনেকে। প্রায় ১৩-১৪ বছর নিখোঁজ থাকার পর মানিক মিঞা আবার যেদিন বাড়ি ফিরে আসে সেদিন তার বড় মেয়ে পরীর বিয়ে। কিন্তু বাড়ির কেউ মেনে নেয় না মানিক মিঞাকে। তার দুই ভাই তো মুখ দেখতেও রাজি হয় না।

স্ত্রী কন্যাও যেন কাছে আসতে ভয় পায়। মানিক মিঞা যেচে পড়ে কথা বলতে চাইলেও সেটা কারো ভালো লাগে না। শেষ পর্যন্ত সালিশ বসে। এমনি করে চলতে থাকে নাটকের গল্প।

 

'রাত বিরাতে' তপন চৌধুরী

ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে'-র আজকের পর্বের অতিথি সংগীতশিল্পী তপন চৌধুরী।

অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তাঁর স্মৃতি বিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং গেয়েছেন কয়েকটি গান। কবি আসাদ চৌধুরী'র উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে এই পর্বটি।

 

'অনুভূতির ঐকতান'

একটি মিউজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মধ্যে যে অনুভূতির ঐকতান রয়েছে তার ভিজ্যুয়াল ছবি অাঁকতেই 'অনুভূতির ঐকতান' অনুষ্ঠানের ভাবনা । একটি ক্যাফেতে ধারণ করা হবে এ অনুষ্ঠান।

দেশের জনপ্রিয় একজন ব্যান্ড তারকার উপস্থাপনায় এ অনুষ্ঠানটি হবে। এটি প্রচার হবে আজ রাত ১২.৩০ মিনিটে এসএ টেলিভিশনে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.