আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাসের শুভসূচনা

বৃহস্পতিবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেরা ৩২ দলের লড়াইয়ের প্রথম লেগে তুরস্কের ত্রাবজোন্সপোরকে ২-০ গোলে হারিয়েছে সেরি আ চ্যাম্পিয়নরা। জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের দুই গোলদাতা স্ট্রাইকার পাবলো দানিয়েল অসভাল্দো ও মিডফিল্ডার পল পোগবা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে ইউরোপা লিগে খেলতে বাধ্য হওয়া আরেক ইতালিয়ান ক্লাব নাপোলি অবশ্য জিততে পারেনি। ইংল্যান্ডের সোয়ানসি সিটির মাঠে গোলশূন্য ড্র করেছে তারা।

হেরে গেছে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম।

অস্ট্রিয়ার রেড বুলের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হেরেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনাকে হারিয়ে দেয়া আয়াক্স।

রেড বুলের তিনটির মধ্যে জোনাথন সোরিয়ানোর গোলটি ছিল অসাধারণ। মাঝ বৃত্ত থেকে শট নিয়ে, আয়াক্সের এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান এই স্প্যানিশ স্ট্রাইকার।

প্রতিযোগিতার নক-আউট পর্বের প্রথম রাতে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পারও। ইউক্রেনের নিপ্রো নিপ্রোপেত্রোভস্কের মাঠে ১-০ গোলে হেরে গেছে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জেতা ইংলিশ দলটি।



হারের হতাশায় পুড়তে হয়েছে গ্রুপ পর্বে অপরাজিত থাকা ইতালির লাৎসিওকেও। ঘরের মাঠে বুলগেরিয়ার লুদোগোরেৎসের কাছে তাদের হারের ব্যবধানও ১-০।

তবে প্রতিপক্ষের মাঠে সহজ জয় পেয়ে পরের রাউন্ডের পথে অনেকখানি এগিয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউট পর্বে ওঠা স্পেনের ভ্যালেন্সিয়া ও ইতালির ফিওরেন্তিনা।

ভ্যালেন্সিয়া ২-০ গোলে ইউক্রেনের ডায়নামো কিয়েভকে ও ফিওরেন্তিনা ৩-১ গোলে ডেনমার্কের এসবিয়াকে হারিয়েছে।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.