আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে রাজি দুদল: তারানকো

জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো এক বিবৃতিতে জানিয়েছেন, সঙ্কট নিরসন প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। দু’পক্ষই সংলাপে রাজি হয়েছে। তারা সংলাপ এগিয়ে নেবেন।

তারানকো হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সাংবাদিকদের সামনে লিখিত বিবৃতি পড়ে শোনান।

তিনি বলেন, ‘ইতিবাচক অগ্রগতি হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আহ্বানে দু’পক্ষই সঙ্কট সমাধানে সংলাপ এগিয়ে নিতে রাজি হয়েছে। আর এজন্যই আমি আমার সফর আগামীকাল (বুধবার) পর্যন্ত বর্ধিত করেছি। ’

তিনি আরো বলেন, ‘এর ফলে চলমান সঙ্কটে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সম্ভব হয়েছে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা ও সদিচ্ছার জন্য এবং এটি বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন। আশা করছি, তারা সমঝোতায় ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন।

’ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।