আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ হামলা ভাঙচুর লুট

ফরিদপুরের বোয়ালমারী, যশোরের বেনাপোল এবং বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে ভাঙচুর, আগুন ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর : জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকেই কদমী গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অরাজকতা ঠেকাতে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম মিয়ার সঙ্গে রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মাঝে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা ও তার ভাই মাসুদ মোল্লা রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপি নেতা আবুল কালাম মিয়ার বাড়িতে।

হামলাকারীরা বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ৫০ মণ গম-কলাই লুট করে নিয়ে যায়। এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা জানান, আবুল কালামের লোকজন তার বাড়ির পূর্ব পাশের ফসলি জমি থেকে ওই দিন রাত ১০টার দিকে অন্য লোকের একটি স্যালো মেশিন গোপনে খুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে রূপাপাত ইউনিয়ন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বায়েজিদ ও একই গ্রামের রাজ্জাক বাধা দিতে গেলে কালামের লোকজন ঢাল-সড়কি নিয়ে তাদের ধাওয়া করে হামলা চালায়। এ ঘটনাকে ধামাচাপা দিতে কালাম নিজের বাড়িতে হামলা ও লুটপাটের একটি সাজানো নাটক করে আমাদের নামে মামলা করার পাঁয়তারা করছেন। বেনাপোল : যশোরের বেনাপোলে সিরাজুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে বিএনপির লোকজন কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠে।

এ অভিযোগে লিটন নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের লোকজন। তার বাড়িতেও অগি্ন সংযোগ করে ব্যাপক ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা বিএনপি সমর্থিত আরো ২ টি বাড়িতে অগুন ধরিয়ে দেয় ও চারজনকে পিটিয়ে আহত করে। দমকল বাহিনী দ্রুত এসে আগুন নিভিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের লোকজন যশোর-বেনাপোল সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়।

বাগেরহাট : রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার ছাত্রদল নেতা শফিক শেখ এবং ইউনিয়ন বিএনপি নেতা মোড়ল কাবীরুল ইসলাম এবং অপর ইউনিয়ন বিএনপি নেতা এফ এম আতিয়ার রহমানকে মারপিট ও হাতুড়ীপেটা করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ উপজেলা বিএনপির নেতারা।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.