আমাদের কথা খুঁজে নিন

   

সীমার বাঁধনে বাঁধিনি তোমায় মনের বাঁধনে বেঁধেছি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সীমার বাঁধনে বাঁধিনি তোমায় মনের বাঁধনে বেঁধেছি __শাফিক আফতাব সীমার বাঁধনে বাঁধিনি তোমায় মনের বাঁধনে বেঁধেছি প্রেমের বাঁধনে বেঁধেছি তোমায় হৃদয়ে তোমাকে এঁকেছি। প্রেম দিয়ে আমি পেতে চাই তোমাকে মন দিয়ে তোমাকে পেতে চাই গান দিয়ে তোমাকে সাজাতে চাই আমি মনের সানাই বাজাতে চাই।

স্বাধিনতা তোমাকে দিতে চাই আমি অধীনতা তোমাকে দিতে চাই শিশুর মতোন লুকোতে চাই আমি সুবোধ বালক হতে চাই নিবিড় করে ভালোবেসে তোমাকে ফোটাতে চাই গোলাপ দৈন্যদশা ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই অতীত প্রলাপ। খুলে দাও তুমি সকল আকাশ সকল প্রকাশ করে দাও কাব্যের কভার খুলে দাও তুমি অথই নীলেতে তাকাও। তোমার পাখনায় ভরে করে আমি উড়ে যাবো অমরায় তোমার প্রেমে প্রাণ জুড়িবো অমিয় মধুর মদির সুধায়। সীমার বাঁধনে বাঁধিনি তোমাকে মনের বাঁধনে বেঁধেছি, জীবনের সব সঞ্চয় দিয়ে তেমাকেই ভালোবেসেছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.