আমাদের কথা খুঁজে নিন

   

শাওন.. ৮০ ভাগ দারিদ্র সীমার নীচে (এইমাত্র এটা কি লিখলাম!!)



শাওন, তোকে একজোড়া বিষন্ন জড়োয়া গহনা সেট তৈরী করে দিবো বলে কুয়াশার ভোর থেকে হাটতে হাটতে শীত দুপুরের নির্জীব রোদে পায়ের কাছে ছোট ছায়া মাড়িয়ে বিকেল গিলে খাওয়া সন্ধ্যায় কর্মকারের খোঁজ করে করে অজানা উঠোনে এসে জেনে গেছি কিছুই পাবোনা আমি মায়ের অশ্রুসিক্ত ব্যকুল চাহনি ছাড়া তার তোর জড়োয়া গহনার মিনার কাজ জুড়ে জুড়ে ৮০ ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে স্বংক্রিয় ক্ষুধা বোঝে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল বোঝেনা... সারি সারি গাড়ি.. জ্যাম শুধু জ্যাম... ২০ ভাগ বাদে শাওন ৮০ ভাগ দারিদ্র সীমার নীচে উষ্ণতা খোঁজে... সোডিয়াম লাইটের শালীন আলোয় দারিদ্র বিমোচন পত্রের বাহারি পাতা উড়ে করনীয় কাজের সুভাস নিয়ে আর ছায়া ছায়া আড়াল থেকে বেরিয়ে আসে কিশোরী মানিক মিয়া এভিনিউ-এর বৃক্ষশোভিত ফুটপাত থেকে ৮০ ভাগ দারিদ্র সীমার নীচে.. শাওন, আজ সারাদিন আমি কিছুই খাইনি নিরেট হাওয়া ছাড়া, চুমোতে কি আর পেট ভরে ৮০ ভাগ দারিদ্র সীমার নীচে সাদাভাত..ঘন ডাল সাথে সবুজ কাঁচামরিচ খুব বেশী চাওয়া নয় দুবোলা জুড়ে.. ধ্যাৎ শালা কি যে বলি.. আমিও দারিদ্র সীমার নীচে ৮০ ভাগের সাথে চলি.. ভুলে গেছি এই সব স্বপ্ন সাধারন... (এই মাত্র হঠাৎ করে লিখে ফেললাম। এটিকে কি বলা যায়!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।