আমাদের কথা খুঁজে নিন

   

‘আমাকে আটকে রাখা হয়েছে’

শুক্রবার জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি উইংয়ের প্যাডে পাঠানো এক বিবৃতিতে এইচএম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি দলের মুখপাত্র দাবি করে একজন বক্তব্য দেয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এজন্য তিনি আমার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে এ বিবৃতি পাঠিয়েছেন। ” বিবৃতিতে বলা হয়, ঘোষিত তফসিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। “সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসার নামে আটকে রাখার নিন্দা জানিয়েছেন তিনি।

বলেন, 'আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে’। ” দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাপা চেয়ারম্যান ও তার দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও পরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরশাদ। এরপর গত দুই দিনে বিভিন্ন আসনে জাপা প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে এরশাদকে তার বারিধারার বাসা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

র্যা বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অসুস্থতার কারণেই তাকে সিএমএইচে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে সিএমএইচে এরশাদের সাথে কথা হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, “এরশাদ সুস্থ আছেন। তিনি বলেছেন আসন্ন নির্বাচন না করার সিদ্ধান্তে এখনো তিনি অনড় আছেন। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে তার নির্দেশও বহাল আছে। ” (বিস্তারিত আসছে)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.