আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সবার প্রিয় গোলাপ ভাই

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। দিস গুলাব ইজ অনলি ফর ইউ এন্ড ইউর বিলাভড ওয়াইফ আজ গোলাপ ভাইয়ের বিবাহ বার্ষিকীতে আমার এই খুদ্র শুভেচ্ছা নিবেদনের প্রয়াস মাত্র। হে গোলাপ ভাই লও মোর সালাম তুমি এভাবেই চির তরুন থেকে আমাদের ঘুম থেকে জাগিয়ে তোল আমরা ঘুমিয়ে ছিলাম আমাদের অন্ধকার মনের ঘরে সেখানে তুমি দিলে অনন্ত নক্ষত্রবীথি এঁকে এবার তবে সাঙ্গ হোক সব ভবের রঙ্গ লীলা গোলাপ ভাই গোলাপের মতই সৌরভ ছড়াক সারা বেলা আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। আমার মৃত্যুর পর আমাকে তোমরা খুজনা আমার মৃত্যু ভূমির ‘পর সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; সীমাহীন এক যন্ত্রণার আঁধার । আমি লুকিয়ে রব লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায় আমি হতে রব কাতর।

ঘুমহীন রাত কাটায়েছে অনেকে, শয্যায় জেগে থেকেছে পুরোটা রাত মিছে ঘুমের অভিনয় করে। জেগে – জেগেই শুনেছে অনেকে, বাহিরে কুকুরের কান্না – কুকুরের অবিরাম চিৎকার। গতিশীল সময়ের চক্রাকার পরিক্রমায় তারা সৃষ্টি করেনি মহাকালের স্মরণীয় ধ্রুপদী ইতিহাস। আর এভাবেই একদিন সৃষ্টি হবে তাদের এসব সমীকরনিক অবিস্মরণীয় চিরধারার বহুপদী ইতিহাস। তবে গোলাপ ভাইয়ের হাতেই সাঙ্গ হোক সব ভবের রঙ্গ লীলা তবে গোলাপ ভাইয়ের হাতেই রচিত হোক এসব সমীকরনিক অবিস্মরণীয় চিরধারার বহুপদী ইতিহাস।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.