আমাদের কথা খুঁজে নিন

   

আমিই ভালো, আমি মহৎ, আর সব খারাপ, আর সব অপশক্তি

কামরুল কেমিস্ট

আলোচনার টেবিলে বসলে কেউ কেউ ব্যাক্তিগত আক্রমন করে বলে বসেন, আরে মিয়া আপনি গণতন্ত্রের কি বুঝেন? তখন মনে হয় কিছুই বুঝি না। আমার মত আম জনতারে যদি গণতন্ত্র না বুঝাতে পারে তাহলে কেমনে কি? আমি সাধারণ মানুষ, আমি আমার মত করে গণতন্ত্র বুঝার চেষ্টা করি। সবাই বলে গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠের মতামত । বেশি মানুষ যেই দিকে গণতন্ত্র সেই দিকে। গণতন্ত্র মানে এই ধরা না যে আমার মতামত ই সবাই গ্রহন করবে।

শুধু মনে করলে চলবে না, সেটা যাচাই করে দেখতে হবে। আবার গণতন্ত্র মানে এই নয় যে সংখ্যালঘুদের আমার মতে আনার জোর প্রচেষ্টা চালাতে হবে। গণতন্ত্র সংখ্যালঘুদের তাদের মতামত নিয়েই থাকতে দেয়। কিন্তু গণতন্ত্র মানে উগ্রপন্থা নয়। গণতন্ত্র মানে যুক্তি তর্ক উপস্থাপন এবং ভালোটা গ্রহন।

আমার দেশে অনেক মানুষ , আর আমাদের নেতৃত্ব দেওয়ার মত মানুষ থাকবে না, তা কি করে হয়? পত্রিকায় দেখলাম ১২৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন প্রার্থীরা । এটা কি কোন গণতন্ত্র? এটা তো স্বৈরাচার । ১৪ ই ডিসেম্বরের মুক্ত চিন্তার মানুষরা এই স্বৈরাচার দেখার জন্যে জীবন দেন নি। আমি যদি বলি, আমিই ভালো, আমি মহৎ, আর সব খারাপ, আর সব অপশক্তি , বদ ,তাহলে কিভাবে হবে। আমি ভালো কি না সেটা তো যাচাই করে দেখতে হবে, তারপরেই তো বলা যাবে ।

গায়েবী কিছু বলা আর অন্ধ বিশ্বাস আঁকড়ে ধরা তো একই কথা। আমি হয়ত গণতন্ত্র এত ভালো বুঝি না। আমি যা বুঝি, তাই বুঝাতে চাই, আর চাই পাল্টা যুক্তি। এবং সেই যুক্তি তর্কের মাধ্যমে ভালোটা গ্রহন করতে চাই। আমি এই দেশের নাগরিক হিসেবে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই।

আমি কোন স্বৈরাচার চাই না। আমি সাধারণ মানুষ সাধারনের মত করেই গণতন্ত্র বুঝতে চাই। ফাঁকির গণতন্ত্র বুঝার কোন দরকার নাই। আর ফাঁকির গণতন্ত্র নামে কোন গণ ষড়যন্ত্র ও চাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।