আমাদের কথা খুঁজে নিন

   

ইপিএলের দ্বিতীয় স্থানে চেলসি

১৬ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ৩২ ও ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও এভারটন। শনিবার ম্যান সিটির মাঠে ৬-৩ গোলে বিধ্বস্ত হলেও ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে ১৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের গোলে এগিয়ে যায় ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসি। ২৯ মিনিটে অতিথি দলকে সমতায় ফেরান মরক্কান স্ট্রাইকার মারুয়ানে শামাখ। ৩৫ মিনিটে চেলসির জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস। ইপিএলের অন্যান্য ম্যাচে এভারটন ৪-১ গোলে ফুলহ্যামকে ও কার্ডিফ সিটি ১-০ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে এবং নিউক্যাসল ইউনাইটেড ও সাউথহ্যাম্পটন ১-১ গোলে আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও সান্ডারল্যান্ড গোলশূন্য ড্র করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।