আমাদের কথা খুঁজে নিন

   

ইপিএলের শীর্ষে ম্যান সিটি

জয়টা অবশ্য মোটেও মনোমুগ্ধকর নয়। পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসকে দুই মৌসুম আগের চ্যাম্পিয়নরা হারিয়েছে কোনো রকমে ১-০ গোলে। তা-ও আবার ঘরের মাঠে।

৬৬ মিনিটে ম্যান সিটির জয়সূচক গোলদাতা বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো। যেভাবেই হোক, নিজেদের মাঠে সর্বশেষ ১০ ম্যাচের ১০টিতেই জয় পেলো মানুয়েল পেল্লেগ্রিনির দল।



নরউইচ সিটির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়েই ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৭ মিনিটে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের মহামূল্যবান গোলটি ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের।

১৯ ম্যাচ থেকে ম্যান সিটির সংগ্রহ ৪১ পয়েন্ট। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে আছে ম্যান ইউ।

একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল, চেলসি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৩৯, ৩৭ ও ৩৬।



রোববার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলকে স্বাগত জানাবে চেলসি। আর আর্সেনাল খেলবে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।

শনিবার ইপিএলের অন্যান্য ম্যাচে হাল সিটি ৬-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে এবং কার্ডিফ সিটি ও সান্ডারল্যান্ড ২-২, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ৩-৩ আর অ্যাস্টন ভিলা ও সোয়ানসি সিটি ১-১ গোলে ড্র করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।