আমাদের কথা খুঁজে নিন

   

গণজাগরণ মঞ্চের বিজয় দিবস পালন সোহরাওয়ার্দী উদ্যানে



সম্মিলিতভাবে ‘বিজয় ২০১৩’ উদযাপন । বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি, গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি এবং বিজয় ৪:৩১ মঞ্চ সম্মিলিতভাবে জাতীয় ভাবে ‘বিজয় ২০১৩’ উদযাপন করবে সোহরাওয়ার্দী উদ্যানে। উল্লেখ্য, ৯ই ডিসেম্বরের সংবাদ সম্মেলনে বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি ও গণজাগরণ মঞ্চের অনুষ্ঠানের স্থান জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজা ও তদসংলগ্ন মানিক মিয়া এভিনিউ-তে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত স্বার্থে সংসদ সচিবালয় ঐ স্থানের অনুমতি দিতে অপারগতা জানালে সম্মিলিতভাবে সবগুলো আয়োজনকে ঐক্যবদ্ধ করে বিজয় দিবস উদযাপন করার স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে। গনজাগরণ মঞ্চের উদ্যোগে এবং উল্লেখযোগ্য সংখ্যক সংগঠনের সহায়তায় সারাদিনব্যাপী অনুষ্ঠানমালা অপরিবর্তিত রাখা হয়েছে।

একইসাথে সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ এবং বিজয় ৪:৩১ মঞ্চ-এর অনুষ্ঠানমালাও অপরিবর্তিত থাকছে। ১৬ই ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ১৬ই ডিসেম্বরের এর অনুষ্ঠানসূচী - • সকাল ১১টায় উদ্বোধনী বক্তৃতা রাখবেন বিজয় উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ.কে.খন্দকার এবং আহবায়ক ড আবুল বারাকাত ও ডঃ মুহম্মদ জাফর ইকবাল • সকাল ১১:১৫ মিনিট থেকে বিকাল ২:৩০ মিনিট পর্যন্ত থাকবে দেশ বরেণ্য সংগঠন এবং শিল্পিদের পরিবেশনা। • ২:৩০ মিনিট থেকে শুরু হবে কনসার্ট ফর বাংলাদেশ এর আদলে কনসার্ট ফর ফ্রিডম • ৩:৪৫ মিনিট থেকে ৪:১০ মিনিট পর্যন্ত সেক্টর কমান্ডার্স ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। • বিকাল ৪.১০ মিনিটে প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান এর বক্তব্য।

• বিকাল ৪:১৫ মিনিটে থাকবে ১৯৭১-এর পাক হানাদার বাহিনীর আত্বসমর্পণের ঐতিহাসিক ঘটনার উপর প্রামাণ্য অভিনয় • বিকাল ৪:৩১ মিনিটে থাকবে দেশ ও বিশ্বব্যাপী লক্ষাধিক কন্ঠে সমবেত জাতীয় সঙ্গীত • বিকাল ৪:৩৫ মিনিটে শপথ গ্রহনঃ শপথ পাঠ করাবেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ.কে.খন্দকার বীরউত্তম • বিকাল ৪:৪০ মিনিটে হবে পতাকা হস্তান্তর • বিকাল ৪:৪৫ মিনিটে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পিদের পরিবেশনা • বিকাল ৫:২০ মিনিটে থাকবে আতশবাজি উৎসব • বিকাল ৫:৩০ মিনিট থেকে আবারো শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে “Concert for Freedom” যেখানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। তিন লক্ষাধিক কন্ঠে সমবেত জাতীয় সংগীত গাইবার মধ্য দিয়ে বিজয় উদযাপন কমিটি ও গণজাগরণ মঞ্চ প্রত্যাশা করেছিল এবছর ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এ বাংলাদেশ স্থান করে নেবে। সংসদ ভবন এলাকা রেকর্ডের শর্তাবলি পূরুণের জন্য যথার্থ হলেও পরিবর্তিত স্থান রেকর্ডের শর্তাবলি পুরণের জন্য অনুপযোগী। এ বিষয়ে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’-এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, রেকর্ডের বিষয়ে এখনো চুড়ান্ত স্বীদ্ধান্ত জানানো হয়নি তাদের পক্ষ থেকে। যদিও আমরা আশা করছি তিন লক্ষেরও বেশী মানুষ মিলে ৪:৩১ মিনিটে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পনের সেই মুহূর্তেই আমরা গাইবো আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত।

কমিটির সিদ্ধান্ত ও প্রস্তাবনা মোতাবেক সর্বাত্বক প্রস্তুতি এগিয়ে চলছে। দেশের সকল শ্রেনী, পেশার নাগরিকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মোবাইলে Y-লিখে ৩৬৩৬ নম্বরে সেন্ড করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। জয় বাংলা। সকল তথ্যের জন্য - ০১৭৮১৬২৮১১১ নম্বরটি এবং –কে ‘বিজয় ২০১৩’ উদযাপন কমিটির অফিসিয়াল নম্বর হিসাবে নির্ধারণ করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.