আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি- জামাত-শিবিরের আন্দোলনের দম্ভোক্তিঃ পর্বতের মূষিক প্রসব!


কাদের মোল্লার ফাসির আগ থেকেই জামাতে ইসলাম ও তাদের পেটোয়া ইসলামী ছাত্র শিবির বলে বেড়াচ্ছিল যে এই ফাঁসি হলে তারা বাংলাদেশকে ধংস করে দেবে! তারও আগে তারা বলে বেড়াতো (মানে বাঁশ প্যাচাইলা আর পত্রিকা অফিসের মাধ্যমে আর কি), যুদ্ধপোরাধীদের বিচার হলে তারা "হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা" করে ফেলবে! তাদের জানে মান, পেয়ারে চামান, বুল বুলিসতান এর আই এস আই মদদ দেবে, আর বোরকা ফখরুল ঠারে ঠোরে তাদের বুঝিয়েছিল যে এই বিচার কার্যকরী করতে গেলে বাংলাদেশে "গণ-বিপ্লব" হয়ে যাবে! আর বিএনপি বলেই দিয়েছিল যে দেশে গণ-বিপ্লব হয়ে গেছে আর খালেদার "দুস্টু ছেলে (ব্যাড বয়)" ইসলামী ছাত্র শিবিররা এখন আহমেদজাই বা ইউসুফজাই কাবিলার হিট গ্রুপ সেজে সরকারের বারোটা বাজিয়ে দেবে! বেগম খালেদা জিয়া "বাচ্চাই সাকা" সেজে গণভবনে প্রবেশ করবেন আর তার আগেই বিমানের কভিন কে একটা আপোষহীন ধমক দিয়ে লন্ডনে তারেক কে আনতে একটা প্লেন পাঠাতে বলবেন, কারন সে বেচারাকে একবার মে মাসে ওম রার নাম করে জাজিরাতুল আরবে আনিয়েছিলেন যে হাফেজ্জী হুজুরের ঢাকা দখলের পর তারেক জিয়াকে তিনি জুলিয়াস সিজারের বেশে ঢাকাতে এনে বাংলার ইতিহাসে ফের গান্ধারা শিল্পকার্য যোগ করে দেবেন! ১৯৭১ সালে চিটাগাঙ্গে পাক-আর্মীর কাছে বিনা যুদ্ধে সারেন্ডার করে নয় মাস পরোটা রুটি আর গাজরের হালুয়া খাওয়া সেকেন্ড লেফট্যানান্ট শমসের মুবিন, যিনি কিনা পরবর্তীতে বিএনপির আইএসআই কন্ট্যাক্টের লাগাতার পররাস্ট্র সচিব আর এখন বেগম খালেদার পরামর্শ দাতা, তিনি তো বলেই ফেললেন যে দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে (তার করা "যুদ্ধের" মতোই বটে!)! কাদের মোল্লার ফাসি বেশ সোৎসাহেই দেয়া হল,ওগায়রা বিনতে লাদেন তার আয়েশী রম্য অট্টালিকা থকেকে কিছুই বললেন না, মির্জা ফখরুল সহ বিএনপি গং মাঝখান থেকে পেয়েছেন বেদম ভয়, প্রতিবাদ কি করবে? ভাবছে যে এবার ইলেকশন কমিশনের নির্দেশে আর্মী নামলে বিএনপি-র "অ্যাকশন গ্রুপ" শিবিরকে তো আর হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না! তাই আরেকবার সাধিলেই খাইব জাতীয় বক্তব্য দিয়ে ১২ তারিখে সন্ধ্যায় বানী দিয়েছিলেন খালেদা, তাতে আবার ভারতের প্রতি একটু অভিমান রুদ্ধ বার্তাও ছিল, ছিল কাদের মোল্লাকে সেভ করার জন্যে জামাত কে দেখান একটু খানি অনূরোধ, যা আবার ভারতের আয়রন লেডী বেরসিক সুজাতা সিং পূরো সাংবাদিক সম্মেলন করে ছেরাবেরা করে দিলেন! কিন্তু কাদের মোল্লার জেল্লা হরনের নিউজ স্কুপে খালেদার বানী মিডিয়াতে বিশেষ থান পেল না, ওয়েস্ট পেপার বাস্কেটে স্থান পেল! কেউ তা নিয়ে একটু আলোচনা পর্যন্ত করলো না, হায় আপোষহীন নারী, এখন আরামদায়ক পাপোষ পা দিয়ে খবর পেতে চেস্টা করছেন যে তার নৈতিক বাস্তু পুত্র শিবির কর্মিরা সুইসাইড স্কোয়াড গঠন করছে না কেন? স্টিঞ্জার দেয় নি তাদের সেই আগেই কেন হায় প্রাক্তন পাক সি এন সি জেনারেল আসলাম বেগ! হায়, হিসেবে যে বড় ভুল করে ফেললাম! গণ সঅম্পৃক্ততা না থাকলে আর রাজপথে আন্দোলনের সাহস না মিললে এটাই ঘটে! এদের তা যে নেই তা বর্তমান শাসকরা আগেই টের পেয়েছিলেন! এরশাদ র‍্যাবকে ডেকে ডুকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে জাতীয় নির্বাচন থেকে নন-প্রত্যাহারের নাটক খেললো, এরশাদের বোতলের দোস্ত এখনকার মধ্যপ্রাচ্যে রাজ্য বিহীন প্রিন্স এক কালের রাজাকার জামাতী ফান্ডিং এর সবচেয়ে বড় সোর্স মুসা বিন শমসেরের সাহেব পুত্র ববি হাজ্জাজ কে মার্কেটে ছাড়লেনম কিন্তু হায়, একটা মিছিল বের করার মতো ক্ষমতা হলনা ১৮ দলীয় জোটের রাজধানী ঢাকা শহরে! বাইরে রাস্তার যত্নে বড় করা গাছ গুলো কেটে কিছু রাস্তায় ব্যারিকেড, কিছু তৃতীয় শ্রেনীর গণ বিচ্যুত স্যাবোটাজ (রেল আর পরিবহনে আগুন ইত্যাদি!) দ্বারা কিছু সাধারন মানুষ মারা ও তাদের ক্ষতি করা ছাড়া জামাত-বিএনপি-শিবির অক্ষশক্তি আর কিছু ডিস্প্লে করার শক্তি পেল না, ছাত্রদলের ও স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগরীর বিএনপি নেতারা নিজেরাই "গ্রেফতার" হয়ে সরকারের সেফ হোমে যাচ্ছেন, নয় 'কৌশলের" নামে স্রেফ পালিয়ে বেড়াচ্ছেন! তো একে "পর্বতের মূষিক প্রসব" ছাড়া আর কি বলা যায়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.