আমাদের কথা খুঁজে নিন

   

ধরা খাওয়ার গল্প(!)

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; আমার বাবা ভোজনরসিক ছিলেন। তিনি খাইতে ভালবাসতেন। জীবনে অনেক কিছুর সাথে তিনি বেশ কয়েকবার 'ধরা' ও খেয়েছেন। তার একটার অন্যতম হল শেয়ার মার্কেটে। তার জীবনের শেষভাগটায় আমি তাকে দেখতাম টিভি'র সামনে বসে কি কি যেন ডায়রীতে লিখছেন।

খুব মনযোগ দিয়ে হিসাব নিকাশ করছেন। বাসায় বসে ছোট ব্যবসার পরিকল্পনা নিশ্চিত। ১৯৯৬ তে তিনি একবার এই জায়গায় 'ধরা' খেয়েছিলেন। তারপর থেকে আম্মা শেয়ারমার্কেটের কথা শুনলেই বাবা'কে বারবার পুরানো কথা মনে করিয়ে দিতেন। আমার বাবা এমনিতেই খুব সাবধানী মানুষ ছিলেন।

আর তার জন্যই বোধহয় তিনি বারবার একইভাবে 'ধরা' খেতেন। অবশেষে জীবনের শেষভাগে এসে ২০১০ সালে তিনি আবারও শেয়ারবাজার এ ধরা খেলেন। নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভাল, এটা ছিল বাবা'র কমন একটা ডায়লগ। আর তাই তার লাখ চারেক টাকার শেয়ারের মূল্য এখন মাত্র ২০ হাজার টাকা। ব্যবসায়ী আর তার হয়ে ওঠা উঠল না(!) কষ্ট তিনি পেয়েছিলেন।

সেই কষ্টে বারংবার ২টা কথা বলতেন আমাকে- তোর আম্মাকে শেয়ারবাজারের এই কথা বলিস না। জীবনে কখনও ব্যবসা করিস না। বাবা'র কথা রাখার চেষ্টায় আছি। কিন্তু গত পরশুদিন একটা ঘটনা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। জনৈক খ্যাতিমান ব্যবসায়ী, যিনি শেয়ার বাজার ধস এবং ঋণখেলাপি হিসেবে সুপ্রতিষ্ঠিত।

যার নামে সালমান থাকা সত্ত্বেও তিনি 'খান' নন। সেই ব্যক্তি 'সাদা পতাকা' নাড়তে নাড়তে বক্তৃতা দিচ্ছেন, 'আপনার যদি এইরকম অসুস্থ রাজনীতি করেন, তাহলে আমরা ব্যবসায়ীরা সবাই রাস্তায় বসব'(!!) তার বক্তৃতা শুনে আমার তাকে অসুস্থ মনে হইছে। আমি মনে করি নিশ্চিতভাবে রেব ১ এ খবর দেয়া দরকার। আমি তাকে আরও বলতে চাই, 'খামোশ (!) চুম্মা দিয়া কলিজা বাইর কইরা ফালামু' (এইটা একটা জনপ্রিয় বাংলা ছবির ডায়লগ। ) শেয়ার বাজারে যে কত হাজার/লক্ষ ব্যবসায়ী ধ্বংস হইছে তাতে বেটা তোর কিছু হয় নাই?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।