আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা পেতে পারেন স্নোডেন

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এনএসএ-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তার তথ্য অনুযায়ী যদি স্নোডেন রাজি হন যে তিনি আর কোনো নথি ফাঁস করবেন না, তাহলে তার ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার স্নোডেনকে মোট তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগের শাস্তি হিসেবে ১০ বছর করে জেলে থাকতে হতে পারে স্নোডেনকে।
কী পরিমাণ তথ্য ফাঁস হয়েছে তা হিসেবের দায়িত্বে থাকা রিচার্ড লেজেট জানিয়েছেন, তিনি স্নোডেনের ক্ষমা চুক্তির বিষয়ে রাজি হতে পারেন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্ত তার নিশ্চয়তা দরকার যে অবশিষ্ট নথিগুলো নিরাপদ রাখা যাবে।
এনএসএ কর্তৃপক্ষদের তথ্য অনুযায়ী, এজেন্সির এখনও খুঁজে বের করতে সমস্যা হচ্ছে কোন ডেটাগুলো স্নোডেন নিয়েছেন এবং কোনগুলো নেননি।
অন্যদিকে এ মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি পত্রিকার সম্পাদক তাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, পলাতক স্নোডেনের কাছে থাকা তথ্যের মধ্য থেকে এখন পর্যন্ত মাত্র এক শতাংশ তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.