আমাদের কথা খুঁজে নিন

   

সচেতন ! ভাইয়াদের প্রতি 1 minute plzz

সচেতন ! ভাইয়াদের প্রতি, যারা মনে করেন নারীর পোষাক ই ধর্ষণের প্র্রধান কারন---কিছু qus ? ১) ২০ মাসের ১টা শিশু ২০ বছর বয়সি যুবকের কাছে কেন ধর্ষণ হয় ভাইয়া বলতে পারেন ? ২)৫ বছরের ১টা মেয়েকে কেন ধর্ষণ করা হয় ? বলতে পারেন ? সে ও কি পোষাকের কারনে ! ৩) বোরখা পড়া মাদ্রাসার ছাত্রিদেরও রেহাই দেয়া হয় নাই ! ৪) পাকিস্থানের এক কুত্তা কবর থেকে নারীদের লাশ তুলে ধর্ষণ করতো। সে ও কি পোষাকের কারনে ? সবশেষে--আপন গৃহে বাবার কাছে মেয়ে, ভাইয়ের কাছে বোন কেন ধর্ষিতা হয় বলতে পারেন ? আমি অশালীন পোশাক সমর্থন করিনা । কিন্তু এটাকে কুসংস্কৃতি বলা যায়, বড়জোর সামাজিক অনাচার । এটা কোন ক্রাইম নয় । কুসংস্কৃতিকে সচেতনতা আর নৈতিক শিক্ষা দিয়ে ডিফেন্ড করতে হবে ।

ধর্ষন বা ইভটিজিং করে নয় । নোংরামি পোশাকে না; নোংরামি থাকে মনে। সেটা নারী-পুরুষ মানেনা। ধর্ম-অধর্ম মানেনা। ইভটিজিং পোশাকের কারনে হয় না; বেশিরভাগ ইভটিজিংএ শিকার হয় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেনীরা , উচ্চবিত্ত শ্রেনীরাই বেশিরভাগ অশালিন পোশাক পরে এবং তাদেরকে টিজ করার সাহস ইভটিজারদের হয়না।

আমি ধরে নিলাম একটি মেয়ে বাজে পোশাক পরেছে...এবং সে উশৃঙ্গল..এখন আমার প্রশ্ন হলো তাহলে কি আপনি নিজেও উশৃঙ্গল হবেন...আপনি নিজেকে বদ হিসেবে উপস্থিত করবেন..?? প্রবাদ আছে ...কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা'য় , তাই বলে কি কুকুরের গায়ে মানুষের কামড়ানো শোভা পায়..??? যারা পোষাকের ব্যাপারটা দেখেন তাদেরকে চিড়িয়াখানার খাচায় আটকানো হোক। সিংহ মানুষ দেখলেই কামড়াবে , এই কারনে মানুষকে খাচায় ভরা হয় নাই। সিংহ কে করা হইসে। তাদের লজিক অনুযায়ী ডাকাতের থাকার কথা বাইরে আর যার বাড়ি ডাকাতি হইসে তারে জেলের ভিতর ঢুকাতে হবে কারন তার এত পয়সা ছিল কেন? এই কারনেই তো ডাকাত ডাকাতি করসে। ধর্ষঙ্কারীদের কে বাইরে রাখতে হবে কারন মেয়ে মানুষ ধর্ষন যোগ্য বলে ধর্ষিত হইসে তাহলে ধর্ষঙ্কারির দোষ হবে কেন? যারা শুধু পোশাকের উপর দোষ দিতে চায় ধর্মের দোহাই দিয়ে, তাদের বলি, ধর্মে আমাদের পুরুষদের দৃষ্টি সংযত করতে বলা হয়েছে।

যা করলে অশ্লীল পোশাক তোর দূরের কথা, পোশাক ছাড়া দেখলেও টিজিং করার কথা না। কারন ধর্ম মানলে তো দৃষ্টি সংযত করেই চলার কথা ছেলেদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.