আমাদের কথা খুঁজে নিন

   

কড়া সেন্সরনীতি মেনে আসছে 'ধুম থ্রি'

কড়া সেন্সরনীতি মেনে আসছে আলোচিত ছবি 'ধুম থ্রি'। আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে আজ। তবে মুক্তির আগে সেন্সর জটিলতার মুখে পড়েছিল ছবিটি। তিনটি বড় ধরনের পরিবর্তন আনার পর 'ধুম থ্রি' ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ছবির একটি সংলাপে 'ব্লাডি ইন্ডিয়ান' শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। শব্দ দুটি ভারতীয় নাগরিকদের জন্য খুবই আক্রমণাত্দক ও অপমানজনক আখ্যা দিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে 'ব্লাডি ইন্ডিয়ান'র পরিবর্তে 'ইউ আর ইন্ডিয়ান' জুড়ে দেওয়া হয়েছে। আরেকটি সংলাপে 'ব্লাডি রিটার্ড' শব্দের পরিবর্তে 'ব্লাডি ইডিয়ট' শব্দ ব্যবহারের পর আপত্তি তুলে নেয় সেন্সর বোর্ড।

এ ছাড়া 'ধুম থ্রি' ছবিতে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় ছবির শুরুতেই সতর্কবাণী জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেন্সর বোর্ড নির্দেশিত সব পরিবর্তনের পর 'ধুম থ্রি' ছবির ব্যাপ্তি দাঁড়িয়েছে ১৭২ মিনিট ২১ সেকেন্ড। ছবিটির তামিল ও তেলেগু সংস্করণও সেন্সর ছাড়পত্র পেয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.