আমাদের কথা খুঁজে নিন

   

দেশব্যাপী অবরোধের শেষ দিন চলছে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চতুর্থ দফায় ডাকা টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী অবরোধের শেষ দিন চলছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ডেমরা এলাকায় কয়েকজন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরপর তারা ব্যানার ও টায়ারে আগুন জ্বালিয়ে দ্রুত চলে যায়।

তবে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ভোর থেকেই দেশের সর্বত্র হরতালের সমর্থনে পিকেটাররা প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।   

উল্লেখ্য, নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও আটক নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন অবরোধ ডাকে ১৮ দলীয় জোট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.