আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাং এর নতুন অ্যান্ড্রয়েড – গ্যালাক্সি কোর অ্যাডভান্স

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি কোর অ্যাডভান্স নামে গ্যালাক্সি সিরিজের নতুন একটি স্মার্টফোন আনছে। গ্যালাক্সি সিরিজের User Experience বাড়াতে নতুন এই সংযোজন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে আগামী বছরের শুরুতেই স্মার্টফোনটি বাজারে আসতে পারে। এ বছরের জুন মাসে চার দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে সুবিধার গ্যালাক্সি কোর স্মার্টফোনটি বাজারে এনেছিল স্যামসাং। বর্তমানে দেশের বাজারে ১৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে গ্যালাক্সি কোর।


ব্যবহারকারিরা অন্যান্য গ্যালাক্সি সেটের মত এখানেও S Voice, S Translator, Sound & Shot, Group Play and Easy Mode ব্যবহার করতে পারবেন। এই সেটের সবচেয়ে আকর্ষণীও ফিচার Optical Scan,যার সাহায্যে যেকোনো image থেকে text নেওয়া যাবে। এছাড়াও text to speech , Voice Guided Camera,Instant Voice Recorder আছে।

 
গ্যালাক্সি কোর অ্যাডভান্স স্মার্টফোনটিতে থাকবে চার দশমিক সাত ইঞ্চি মাপের টিএফটি ডিসপ্লে। ১৪৫ গ্রাম ওজনের স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জেলি বিন সংস্করণ সমর্থন করবে।

ডুয়াল কোরের প্রসেসরনির্ভর স্মার্টফোনটিতে এক গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ সুবিধাও রাখবে স্যামসাং। এ ছাড়াও থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধাও থাকবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সাদা ও নীল রঙের এ স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।
 
সংগৃহীতঃ আমার ড্রয়েড


সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.