আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

‘স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়ায় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন।

ক্যাথেরিন অ্যাশটন বলেন, প্রতিনিধি দলের অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি।

এজন্য দুঃখ প্রকাশ করে আপাতত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা স্থগিত করার কথা জানান তিনি।

বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহারেরও অনুরোধ জানান অ্যাশটন।

অ্যাশটন বলেন, গণতান্ত্রিক উপায়ে সঠিক প্রার্থী বেছে নিতে জনগণ যে ইচ্ছে পোষণ করে সেটাকে শ্রদ্ধা জানাতে হবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, যে নির্বাচন স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে সে নির্বাচনেই কেবল পর্যবেকক্ষ পাঠাবে ইইউ। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.