আমাদের কথা খুঁজে নিন

   

বেড়েছে মাছ চাল ডাল ও লবণের দাম

চলমান অবরোধ কর্মসূচির কারণে বেসামাল রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, সবজি, চাল, ডাল ও লবণের দাম। ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচি গতকাল ভোর ৬টায় শেষ হয়েছে। কিন্তু কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দামের অস্থিরতা কাটেনি। কোনো সবজির দামই কমছে না।

ব্যবসায়ীরা বলছেন, অবরোধ শেষ হলেও বিভিন্ন স্থানে সহিংসতা চলছে। পণ্য পরিবহন এখনো স্বাভাবিক হয়নি। এ ছাড়া আজ ফের ১৮ দলের শুরু হচ্ছে ৮৩ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি। এ নিয়েও আছে শঙ্কা।

গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি নতুন পিয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকায়।

বাজার ও মানভেদে পিয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হয়। গত সপ্তাহে দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। দেশি পুরনো পিয়াজ তেমন মিলছে না। দু-একটি দোকানে থাকলেও দাম ১২০ থেকে ১৩০ টাকা কেজি। নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি।

বারিধারা বাজারে আলুর দাম ছিল ২৫ টাকা। গত সপ্তাহে ছিল ৪০-৪৫ টাকা। গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি পুরনো আলু ১৫ থেকে ১৬, কাঁচামরিচ ২০-২৫, শিম-২৫-৩০, টমেটো ৫৫ থেকে ৬০, পেঁপে ১৫-১৬, গোল বেগুন ৩৫-৪০, লম্বা বেগুন ২৪-২৫, মুলা ১০-১২, শসা ২৫-২৬, করল্লা ৩৫ থেকে ৩৬, ঝিঙ্গা ৩২, ঢেঁড়স ৩৫, ফুলকপি (মাঝারি) ২০, বড় ৩০, বাঁধাকপি (মাঝারি) ২০, বরবটি ৩৮, শালগম ৩০, লাউ (বড়) ৭০ থেকে ৮০, মাঝারি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ধনিয়া পাতার কেজি বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। মানভেদে ডালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।

গতকাল মসুর ডাল বিক্রি হয়েছে ১১৫ টাকা। চীন থেকে আমদানি করা রসুন ৭০ ও আদা ১৪০ টাকায় বিক্রি হয়। বেড়েছে লবণের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি লবণ তিন টাকা বেড়ে হয়েছে ২৫ টাকা। বেড়েছে গুঁড়া দুধের দাম।

কারওয়ান বাজার কিচেন মার্কেট মালিক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন বলেন, অবরোধে সরবরাহ কম। যাও আসছে তা আবার দু-তিন গুণ বেশি ট্রাক ভাড়া দিয়ে। শীতকালীন সবজির প্রচুর ফলন হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্রেতারা বর্তমান দামের চেয়ে অর্ধেক দামে সবজি কিনতে পারতেন। মাছের বাজারে প্রতি কেজি বড় রুই ৩২০ থেকে ৩৫০, কোরাল ৫০০ থেকে ৫৫০, চিতল ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

বড় সাইজের কাতল ৩০০ টাকা, সরপুঁটি ১৮০, বড় শোল ৪০০-৪৫০, ছোট শোল ২০০-২৫০, মাঝারি আকারের বোয়াল ৩৫০ থেকে ৪০০ ও তেলাপিয়া ১৪০ টাকা দরে বিক্রি হয়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১১০-১১৫ টাকা বিক্রি হলেও গতকাল ছিল ১৩০ টাকা। গরুর মাংস কেজি ২৮০ টাকা। খাসির মাংস কেজি ৪৫০ টাকায় বিক্রি হয়। ফার্মের মুরগির ডিম ২৮ ও হাঁসের ডিমের হালি ৩৬ টাকা।

কারওয়ান বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৪৭-৪৮, বিআর-২৮ ৪২-৪৩, পারিজাত ৩৮ থেকে ৪০, নাজিরশাইল ৫৪ থেকে ৫৫, লতাশাইল ৫৮ থেকে ৬০ ও মোটা চাল স্বর্ণা ৩৫ টাকা দরে বিক্রি হয়। বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) পরিসংখ্যান অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেট চাল কেজিতে দুই টাকা বেড়েছে। চাল ব্যবসায়ী গোলাপ মিয়া বলেন, অবরোধে চাল আসছে না। মজুদ শেষ পর্যায়ে। এখন আনতে হলে কয়েক গুণ বেশি ট্রাক ভাড়া গুনতে হবে।

এতে দাম বাড়তে পারে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.