আমাদের কথা খুঁজে নিন

   

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মান্নান কি বহিস্কৃত?

দলীয় সিদ্ধান্ত না মেনে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকালে মহম্মদপুর আর এস এইচ কে মাধ্যমিক বিদ্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানি জানান, আসন্ন দশম জাতীয় সংসদে মাগুরা-২ আসনে বর্তমান এমপি অ্যাডভোকেট বীরেন শিকদার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ও হরিণ প্রতীক নিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। এ কারণে দলীয় সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, কেন্দ্রীয় অনুমোদন ছাড়া দলীয় কাউকে বহিষ্কারের এখতিয়ার কারো নেই। আমাকে এ বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি। এমনকি এ ধরণের কোন সভায় আমাকে ডাকাও হয়নি। উপজেলা সভাপতি একক সিদ্ধান্তে এটি করেছেন। এমনকি তারা বিষয়টি জেলা আওয়ামী লীগকে পর্যন্ত অবহিত করেননি।

অন্যদিকে এ বিষয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল খান বলেন, উপজেলা কমিটির কাউকে বহিষ্কারের ক্ষেত্রে কিছু সাংগঠনিক নিয়ম আছে। এ সংক্রান্ত সুপারিশ তারা প্রথমে জেলা কমিটিতে পাঠাবেন। মহম্মদপুর থেকে এ ধরনের কোন সুপারিশ আমরা এখনো পাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.